শিরোনাম
◈ অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা চান রাজনীতিবিদরা ◈ ফরিদপুরের প্রতিমা ভাঙচুর করা ব্যক্তি ভারতীয় নন, গোপালগঞ্জের নাগরিক ◈ খাগড়াছড়ি থেকে পুলিশ পরিদর্শক মাজহার গ্রেফতার ◈ আস-সুন্নাহ ফাউন্ডেশনে অভিজ্ঞতা ছাড়াই চাকরি ◈ আমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় আত্মসমর্পণ করব: অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম (ভিডিও) ◈ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ, কলকাতায় ইলিশের কেজি ৫ হাজার টাকা ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউ‌ন্ডেশনে ১০০ কোটি টাকা দিলো সরকার ◈ শাহজালালে বিদেশ ফেরত যাত্রীর সঙ্গে অসদাচরণ, বরখাস্ত ৩ কর্মকর্তা  ◈ অন্তর্বর্তী সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায়: তারেক রহমান (ভিডিও) ◈ যৌথ বাহিনীর অভিযানে ময়মনসিংহে যুবদল নেতা নিহত 

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ১০:০৪ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৪, ১০:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী বিপিএল এবার না হলেও সামনের বছর হবে: হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক: এবারের এশিয়া কাপে অংশ নিতে আয়োজক দেশ শ্রীলঙ্কার উদ্দেশ্যে মঙ্গলবার রওয়ানা হবে বাংলাদেশ নারী দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে সবশেষ অনুশীলনে ঘাম ঝরিয়েছে টাইগ্রেসরা। সোমবার (১৫ জুলাই) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশন করেছেন নিগার সুলতানা জ্যোতিরা।

এ দিন সংবাদ সম্মেলনে এশিয়া কাপের লক্ষ্যসহ বাংলাদেশ নারী প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও কথা বলেন নারী বিভাগের হেড অব অপরারেশন্স হাবিবুল বাশার সুমন।

তিনি বলেন, আমাদের মেয়েদের ক্রিকেট উপকৃত হবে। এটা (নারী বিপিএল) সময়ের দাবি। আমি এখনো বলতে পারছি না এটা হবে কি না। তবে আলোচনা আছে এটা বলতে পারি।

তিনি আরো বলেন, যদি এ বছর না হয় পরের বছর হবে। শুধু মেয়েদের সুবিধার জন্য নয়, মেয়েদের ক্রিকেটের জন্য এটা হওয়া দরকার। সব জায়গায় হচ্ছে, আমাদের এখানেও হবে বলে আমি বিশ্বাস করি। -ঢাকা পোস্ট

এদিকে এশিয়া কাপে অধিনায়ক নিগার সুলতানার জ্যোতির চোখ সেমিফাইনালে। এ বিষয়ে তিনি বলেন, সর্বশেষ এশিয়া কাপে আমরা সেমিফাইনালে যেতে পারিনি। এবার স্বাভাবিকভাবেই প্রথম লক্ষ্য সেমিফাইনাল। এর জন্য আমাদের প্রথম ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ লম্বা সময় ধরে আমরা ভালো করছি না। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স দেখেছি, কিন্তু দল হিসেবে ভালো করিনি। আমাদের মোমেন্টামের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা ভালো করে শুরু করতে চাই।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়