শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৯:১৯ রাত
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিয়ন্ত্রিত বাজেট নিয়ে আইসিসির দুই কর্মকর্তার পদত্যাগ

স্পোর্টস ডেস্ক: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথমবার যুক্তরাষ্ট্রে এই টুর্নামেন্ট আয়োজন করে অনেক বেশি খরচ হলেও সেই তুলানায় আয় করতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রকারী সংস্থা (আইসিসি)।

ফলে এরই জেরে সংস্থাটির দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। একজন হলেন সংস্থাটির পিণন ও যোগাযোগ বিভাগের মহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা ফারলং। আরেকজন টেটলি, তিনি ভেন্যু পরিদর্শক ও আয়োজক কমিটির প্রধান ছিলেন।

আগামী শুক্রবার (১৯ জুলাই) শ্রীলঙ্কায় আইসিসির বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। তার আগে দুই কর্মকর্তার সরে দাঁড়ানো বড়সড় ধাক্কাই বলা যেতে পারে। -প্রথম আলো

জানা গেছে, এই বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে প্রয়োজনের তুলনায় বেশি অর্থ খরচ করা হয়েছে। এ নিয়ে আইসিসির পরিচালনা পর্ষদের বেশ কয়েকজন সদস্য প্রশ্ন তুললে পরিচালক পঙ্কজ খিমজি বিশ্বকাপে আয়-ব্যয়ের পুঙ্খানুপুঙ্খ হিসাব জানতে চেয়ে সব সদস্যের কাছে চিঠি পাঠান এবং তদন্তের আহ্বান জানান। -নিউজ১৮ বাংলা
ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কায় বসতে চলা সম্মেলনে বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হবে এবং বিষদভাবে তদন্ত হওয়ারও সম্ভাবনা আছে। তার আগেই নিজেদের পদত্যাগপত্র জমা দিলেন ফারলং ও টেটলি।

এ দিকে ক্রিকবাজ আইসিসির বরাতে জানিয়েছে, ফারলং ও টেটলি কয়েক মাস আগেই পদত্যাগ করেছেন। এরপরও তারা টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব চালিয়ে গেছেন যেন নতুন কেউ এই দুই পদে যোগ দেওয়ার পর সবকিছু বুঝে উঠতে কিছুটা সময় পান এবং আইসিসির দৈনন্দিন কাজে যেন ব্যাঘাত না ঘটে। ফারলং ও টেটলি শ্রীলঙ্কায় বসতে চলা বার্ষিক সম্মেলনেও উপস্থিত থাকবেন। -ক্রিকবাজ

আইসিসির একটি সূত্র ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ বাংলাকে বলেছেন, জনাব খিমজি পরিচালনা পর্ষদের সব সদস্যের কাছে একটি চিঠিতে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র পর্বের খরচ তুলে ধরেছিলেন। এ মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় আইসিসির বৈঠকের সময় এ নিয়ে অনেক পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু ইতিমধ্যেই পদত্যাগপত্র আসতে শুরু করেছে।

বলা হচ্ছে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র পর্ব চলাকালীন খরচের কোনো নিয়ন্ত্রণ ছিল না ক্রীড়া বিভাগের একাংশ ভারীয় গণমাধ্যমকে জানায়, আইসিসি আশা করেছিল টিকিটের দাম বাড়িয়ে ‘অযাচিত ব্যয়’ পুষিয়ে নেবে। কিন্তু একাধিক ম্যাচে মাঠে দর্শক সমাগম কম হওয়ায় মোটা অঙ্কের ক্ষতি হয়েছে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়