শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংসে হারালো ইংল্যান্ড

আহমেদ ফয়সাল: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে লর্ডসে ইনিংস ও ১১৪ রানে জিতেছে ইংল্যান্ড। আর এই জয়ে নিজের বিদায়টা রাঙালেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

৪১ বছর বয়সী অ্যান্ডারসন আগেই ঘোষণা দিয়েছিলেন এই টেস্টটি তার ক্যারিয়ারে শেষ ম্যাচ। তাই এটিকে অনেকেই বলেছেন আন্ডারসনের টেস্ট।

শুক্রবার (১২ জুলাই) ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেট ও ৭৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে। দিনের ১৪তম ওভারেই উইকেট হারায় ক্যারিবিয়ানরা। সেই উইকেটটি নেন অ্যান্ডারসন নিজেই। জসুয়া ডি সিলভার ব্যাটের কানা লেগে জেমি স্মিথের গ্লাভসে ধরা পড়েন।

এ নিয়ে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকার করলেন তিনি। প্রথম ইনিংসে পেয়েছিলেন এক উইকেট। সব মিলিয়ে টেস্ট ক্যারিয়ারে ৭০৪ উইকেট শিকার করেছেন এই পেসার।

এরপর দ্রুতই আলজারি জোসেফ ও সামার জোসেফকে সাজঘরে ফেরান গাস অ্যাটকিনসন। পরে জেইডেন সিলসের উইকেট নিয়ে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করলেন তিনি। অভিষেক টেস্টে সব মিলিয়ে ১২ উইকেট পেয়েছেন অ্যাটকিনসন। প্রথম ইনিংসে ৪৫ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৬১ রানে নেন ৫ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে আটকিনসনের নৈপুণ্যে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১২১ রানেই অলআউট করে স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নেমে ৩৭১ রানের বড় স্কোর গড়ে ইংলিশরা। দলকে বড় সংগ্রহ এনে জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক ও জেমি স্মিথরা। পাঁচ জনই ফিফটি পেয়েছেন। তাদের ফিফটিতে ২৫০ রানের লিড পায় ইংল্যান্ড।

পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের চাপে পড়ে সফরকারীরা। টপ অর্ডারের কেউই দলের হাল ধরতে পারেননি। লর্ডস টেস্টের দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ছিল ৬ উইকেট হারিয়ে ৭৯ রান। আর ৫৭ রান যোগ করতেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সম্পাদনা: এল আর বাদল

এএফ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়