শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৭:৫১ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে বাদ পড়তে পারেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সিরিজে বাঁহাতি পেসার শাহিন আফ্রিদিকে বিশ্রাম দিতে পারে পাকিস্তান-এমনটা জানা গেছে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফ্রিদির বিরুদ্ধে কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ জমা পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি)। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এরই ধারাবাহিকতায় আফ্রিদিকে বাংলাদেশ সিরিজ থেকে তাঁকে বাদ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

কোচের সঙ্গে অসদাচরণণ ঘটনার পর সংশ্লিষ্ট কোচের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়ায় অসন্তুষ্ট হয়েছে পিসিবি।

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ-ব্যর্থতা ও সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির কাছে প্রতিবেদন দিয়েছেন প্রধান কোচ গ্যারি কারস্টেন ও সহকারী কোচ আজহার মেহমুদ। সেখানে উঠে আসে সাম্প্রতিক সফরে কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে আফ্রিদির দুর্ব্যবহারের ঘটনা। এ নিয়ে বুধবার সংবাদ প্রকাশ করে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম।

বিশ্বকাপের সময় আফ্রিদি ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন। ঘটনাটি ছিল মে মাসে পাকিস্তানের ইংল্যান্ড সফরে। হেডিংলিতে পাকিস্তানের নেট অনুশীলনে আফ্রিদিকে বারবার ‘নো’ বল করতে দেখে তাঁকে সতর্ক হতে বলেন ইউসুফ। আফ্রিদি তাতে কর্ণপাত না করলে ইউসুফ তাঁকে বারবার একই সতর্কতা দিতে থাকেন। সূত্র ঘটনার বর্ণনা দিয়ে বলে, ‘আফ্রিদি রেগে গিয়ে ইউসুফকে বলেন, আমাকে আমার কাজ করতে দিন। আপনি আপনার কাজ করুন।’ জবাবে ইউসুফ বলেন, কোচ হিসেবে তিনি নিজের কাজটিই করছেন। এ নিয়ে দুজনের বাক্যবিনিময়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরে দলের সিনিয়র ম্যানেজার ওয়াহাব রিয়াজ আফ্রিদিকে তাঁর আচরণের জন্য তিরস্কার করেন এবং দলের সবার সামনে ইউসুফের কাছে ক্ষমা চাইতে বলেন। ‘এটা আসলে হুট করে উত্তেজনা তৈরির মুহূর্ত, যা সাধারণভাবেই ঘটে। বিষয়টা ওখানেই শেষ হয়ে গিয়েছিল’, মন্তব্য সূত্রটির।

বাংলাদেশ-পাকিস্তান দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে, পরেরটি ৩০ আগস্ট করাচিতে।

এসএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়