শিরোনাম
◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ে গতিসীমা না মানলে ভিডিও দেখে মামলা ◈ অযত্ন-অবহেলা ও খাদ্যসংকটে স্বাস্থ্য ভেঙে পড়ছে সাফারি পার্কের প্রাণীগুলো, ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ◈ আল ফায়হার বিরুদ্ধে রোনালদোর আল নাসরের দাপুটে জয় ◈ কলকাতায় আশ্রয় নেয়া আওয়ামী লীগ কর্মীদের সময় যাচ্ছে উদ্বেগ আর উৎকণ্ঠায় ◈ ভারতে যে কারণে ঘাঁটি গেড়েছে আ.লীগ, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে মেসেজের উত্তরও দেন হাসিনা! ◈ সন্ধান মিলল মাঝ আকাশে নিখোঁজ বিমানটির, সব আরোহীর মৃত্যুর শঙ্কা ◈ 'বাংলাদেশি' রবিন খুদা চমকে দিলেন বিশ্বকে! (ভিডিও) ◈ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার কর্মসূচি ঘোষণা ফেসবুক পোস্ট, জামালপুরে উত্তেজনা ◈ ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে, ভরাডুবির শঙ্কায় কেজরিওয়াল, এগিয়ে বিজেপি ◈ দেশজুড়ে ভাঙচুরের ঘটনার পর সরকারের ওপর দ্রুত নির্বাচনের চাপ আরও বাড়বে

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৮:৪৫ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ এইচপি দলের প্রধান কোচ কোরে কলিমোর

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ জুলাই ওয়ানডে, টি-টোয়েন্টি ও চারদিনের ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ হাইপাফরম্যান্স টিম (এইচপি)। আর এই সফরে লাল-সবুজের প্রতিনিধিদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন কোরে কলিমোর।

বুধবার (১০ জুলাই) দুপুরে হাই পারফরমেন্স ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্জয় জানান, আমরা একজন হেড কোচকে কনফার্ম করেছিলাম অস্ট্রেলিয়ান ন্যাথান হরিৎজ। কিন্তু ওর বাবা অসুস্থ হয়ে পড়ার কারণে একেবারে শেষ মুহূর্তে সে আসতে পারেনি। যার কারণে আমরা আমাদের যে বোলিং কোচ ছিল (কলিমোর) তিনিই হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই সফরে টি-টোয়েন্টিতে আকবর আলি, ওয়ানডের জন্য আফিফ হোসেন এবং চারদিনের ম্যাচের জন্য মাহমুদুল হাসান জয়কে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এই টুর্নামেন্ট অংশ নিবে ৯টি দল। বিগ ব্যাশের পার্থ স্কর্চার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সসহ স্থানীয় আরো সাতটি দলের সঙ্গে খেলবে বাংলাদেশ এইচপি দল।

আগামী ১১ আগস্ট মেলবোর্ন রেনেগেডস, ১২ আগস্ট তাসমানিয়া, ১৪ আগস্ট অ্যাডিলেডের বিপক্ষে খেলবে বাংলাদেশ এইচপি দল। ১৫ আগস্ট এসিসি কমেটসের পর ১৬ আগস্ট পাকিস্তান শাহিনসের বিপক্ষে খেলবে তারা। ১৭ আগস্ট গ্রুপ পর্বে শেষ ম্যাচ এইচপির। ১৮ আগস্ট হবে দুটি সেমিফাইনাল ও ফাইনাল।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়