স্পোর্টস ডেস্ক: কোপার সাফল্য অনেক অনেক এগিয়ে উরুগুয়ে। সে তুলনায় অনেক পিছিয়ে কলাম্বিয়া। তবে সাম্প্রতিক পারফরম্যান্স কলািম্বিয়াকে পিছিয়ে রাখার উপায় ছিল। ২০২৪ সালের কোপার দ্বিতীয় সেমিফাইনালে তারই প্রমাণ রেখেছে কলাম্বিয়া। উরুগুয়েকে হারিয়ে ২৩ বছর পর ফাইনালে উঠেছে দলটি।
মাত্র একবার শিরোপা জয়ী দল কলাম্বিয়ার কাছে হার ১৫বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে মেনি নিতে পারেনি। হাইভোল্টেজ এই ম্যাচে হারের পরেই মেজাজ হারিয়েছেন উরুগুয়ের ফুটবলাররা। মাঠেই উত্তেজিত অবস্থায় দেখা যায় উরুগুয়ে অধিনায়ক লুইস সুয়ারেজ এবং কোচ মার্সেলো বিয়েলসাকে। বেশ ক্ষুব্ধ অবস্থাতেই কথা বলছিলেন দুজনে।
তবে পুরো ঘটনা চলাকালে কোনোপ্রকার নিরাপত্তাকর্মীকে গ্যালারিতে দেখা যায়নি। সংঘর্ষ বড় আকার ধারণ করলে সেখানে কয়েকজন প্রহরী এসে উরুগুয়ে ফুটবলারদের সরিয়ে নিয়ে যান। এর আগেই অবশ্য খেলোয়াড়দের সরিয়ে নেয়ার চেষ্টা করেন উরুগুয়ে কোচ বিয়েলসা।
জানা যায়, ম্যাচের পর উল্লাসিত কলম্বিয়ান সমর্থকরা মাঠে থাকা উরুগুয়ে স্ট্রাইকার ডারউইন নুনেজের দিকে প্লাস্টিকের গ্লাস এবং পানি নিক্ষেপ করেন। একইসঙ্গে গ্যালারিতে থাকা উরুগুয়ে ফুটবলারদের পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ব্যাঙ্গাত্মক মন্তব্য ছুঁড়ে দিতে শুরু করেন। বিষয়টাকে মোটেই ভালোভাবে নেননি তারা। এক পর্যায়ে সংঘর্ষে জড়ান তারা।
আপনার মতামত লিখুন :