শিরোনাম
◈ রাজধানীর শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি রনি গ্রেফতার ◈ টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা ◈ দেখে মনে হয় স্কুল পড়ুয়া কিশোর, বয়স ২২, করেন মাদক ব্যবসা ◈ ৭ কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ চার ঘণ্টা করে ট্রাফিকের দায়িত্বে থাকবে ৭০০ যুবক: উপদেষ্টা আসিফ (ভিডিও) ◈ ‘তোমরা রাস্তা বন্ধ করবা, আমরা কি আঙ্গুল চুষবো’ সাধারণ মানুষের আবেগেরই বহিঃপ্রকাশ (ভিডিও) ◈ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনূস ◈ অলিম্পিক ক্রিকেট সরে যাচ্ছে নিউ ইয়র্কে ◈ শান্তকে টেস্ট ও ওয়ানডেতে রেখে টি-টোয়েন্টিতে সোহানকে অধিনায়ক করা য়ায়: আশরাফুল ◈ বিদ্যুৎ, পানি এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পের ক্ষেত্রে দিল্লির সমর্থনের অভাব রয়েছে : ড. ইউনূস

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৯:২৫ সকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২৪, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বোচ্চ গোলদাতায় মেসি দ্বিতীয় স্থানে

মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি আরো একটা মাইলফলকে পৌঁছালেন। আন্তর্জাতিক ফুুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই আর্জেন্টাইন তারকা। ১০৮ গোল করে ইরানের আলী দায়ির সঙ্গে এতদিন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানটি ভাগাভাগি করছিলেন মেসি। এখন আর ভাগাভাগি নয়, দায়িকে পেছনে ফেলে মেসি এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। দায়ি তৃতীয় স্থানে চলে গেছেন। 

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করে শীর্ষে রয়েছেন পতুর্গালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৩০ গোল তার। এই সংখ্যাটা আরো বাড়ানোর সুযোগ ছিল রোনালদোর সামনে। কিন্তু এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে কোনো গোল করতে না পারায় ১৩০ গোলে থেমে আছে তার গোলসংখ্যা।

বুধবার কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মেসি তার ক্যারিয়ারের ১০৯তম আন্তর্জাতিক গোল করেছেন। অনেকটা ভাগ্যের ছোঁয়ায় এ গোলটির মালিক হয়েছেন তিনি। এবারের কোপায় এ ম্যাচের আগ পর্যন্ত কোনো গোলের দেখা পাননি মেসি। 

ম্যাচের ৫১ মিনিটে করা মেসির গোলটির মালিক হতে পারতেন এঞ্জো। তার শটে মেসি কোনোমতে পা ছুঁয়ে দিয়ে গোলটির মালিকানা নিয়ে নেন। তার এ গোল নিয়ে কানাডার খেলোয়াড়দের আপত্তির শেষ ছিল না। তারা মেসির বিরুদ্ধে অফসাইডের অভিযোগ এনেছিলেন। কিন্তু রেফারি ভিএআর দেখে তার সিদ্ধান্তে অটল থাকেন।

১৮৬ ম্যাচে ১০৯ গোল করেছেন মেসি। ১৩০ গোল নিয়ে সবার উপরে থাকা রোনালদো খেলেছেন ২১২ ম্যাচ।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়