শিরোনাম
◈ ‘আপনি আমার রাজা নন’ চিৎকার করে ব্রিটিশ রাজাকে বললেন সিনেটর ◈ আওয়ামী লীগ কি সত্যিই প্রবাসী সরকার গঠন করছে আগরতলায়? ◈ মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন (ভিডিও) ◈ অক্টোবরেও ঊর্ধ্বমুখী  রেমিট্যান্সের গতি ◈ বাতিল হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত গ্যাস পাইপলাইন নির্মাণ প্রকল্প  ◈ বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ◈ ‘আমি কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নিই’: (ভিডিও) ◈ ফিল্মি স্টাইলে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নে যা বলেছিলেন সুপ্রিম কোর্ট ◈ রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে মশাল মিছিল (ভিডিও)

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৯:২৫ সকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সর্বোচ্চ গোলদাতায় মেসি দ্বিতীয় স্থানে

মেসি

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি আরো একটা মাইলফলকে পৌঁছালেন। আন্তর্জাতিক ফুুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই আর্জেন্টাইন তারকা। ১০৮ গোল করে ইরানের আলী দায়ির সঙ্গে এতদিন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকার দ্বিতীয় স্থানটি ভাগাভাগি করছিলেন মেসি। এখন আর ভাগাভাগি নয়, দায়িকে পেছনে ফেলে মেসি এককভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। দায়ি তৃতীয় স্থানে চলে গেছেন। 

আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল করে শীর্ষে রয়েছেন পতুর্গালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৩০ গোল তার। এই সংখ্যাটা আরো বাড়ানোর সুযোগ ছিল রোনালদোর সামনে। কিন্তু এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে কোনো গোল করতে না পারায় ১৩০ গোলে থেমে আছে তার গোলসংখ্যা।

বুধবার কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মেসি তার ক্যারিয়ারের ১০৯তম আন্তর্জাতিক গোল করেছেন। অনেকটা ভাগ্যের ছোঁয়ায় এ গোলটির মালিক হয়েছেন তিনি। এবারের কোপায় এ ম্যাচের আগ পর্যন্ত কোনো গোলের দেখা পাননি মেসি। 

ম্যাচের ৫১ মিনিটে করা মেসির গোলটির মালিক হতে পারতেন এঞ্জো। তার শটে মেসি কোনোমতে পা ছুঁয়ে দিয়ে গোলটির মালিকানা নিয়ে নেন। তার এ গোল নিয়ে কানাডার খেলোয়াড়দের আপত্তির শেষ ছিল না। তারা মেসির বিরুদ্ধে অফসাইডের অভিযোগ এনেছিলেন। কিন্তু রেফারি ভিএআর দেখে তার সিদ্ধান্তে অটল থাকেন।

১৮৬ ম্যাচে ১০৯ গোল করেছেন মেসি। ১৩০ গোল নিয়ে সবার উপরে থাকা রোনালদো খেলেছেন ২১২ ম্যাচ।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়