শিরোনাম
◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৪, ০৩:০৪ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপ

পাতানো খেলায় জড়িত রেফারি ইংল্যান্ডের ম্যাচ পরিচালনার দায়িত্বে

ফেলিক্স জোয়ের

স্পোর্টস ডেস্ক : জার্মান রেফারি ফেলিক্স জোয়ের ইউরো চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তবে তার অতীতটা বেশি স্বস্তির নয়। পাতানো খেলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

৪৩ বছর বয়সী রেফারি ফেলিক্স জোয়ের ম্যাচ ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০০৫ সালে আড়াই বছরের জেল দেয় জার্মান আদালত। পরে তিনি আপিল করলে জার্মান ফুটবল ফেডারেশন ২০০৬ সালে তা ছয় মাসে নামিয়ে নিয়ে আসে। সঙ্গে সেই ম্যাচের সহকারী রেফারি রবার্ট হোয়েজেরও ছিলেন। তবে জোয়ের ছয় মাসের সাজা হলেও হোয়েজকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল।

জোয়েরের সঙ্গে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যামের একটা ঝামেলা দীর্ঘদিনের। এর আগে বুন্দেসলিগাতে থাকাকালীন এই জোয়েরের সঙ্গে একবার ঝামেলা হওয়ার কারণে ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছিল বর্তমানে রিয়াল মাদ্রিদে খেলা এই ফুটবলারকে। ২০২১ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে একটা সিদ্ধান্ত নিয়ে অভিযোগ জানিয়েছিলেন বেলিংহ্যাম। পরে তাকে এই জরিমানা দেওয়া হয়।

ইংলিশ ডিফেন্ডার লুক শকে সংবাদ সম্মেলনে জোয়ের সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘না আমরা তেমন চাপ অনুভব করছি না। আমরা উয়েফাকে সম্মান করি। তারা যাকেই রেফারি হিসেবে দিক না কেন, এটাতে তেমন কোনো পরিবর্তন হবে না। আমরা মাঠের খেলাতেই নজর রাখছি। কে বা কাকে রেফারি হিসেবে থাকছে, সেটি নিয়ে আমরা চিন্তিত না। মাঝে মাঝে কিছু কিছু মুহূর্তে আপনি রেফারির উপর চড়াও হতে পারেন যা খেলারই অংশ।

এবারের ইউরোতে এখন পর্যন্ত তিনটি ম্যাচ পরিচালনা করেছেন জোয়ের। সবগুলো ম্যাচ তিনি কোনো রকম ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে পরিচালনা করেছেন।

এফএ/ এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়