শিরোনাম
◈ আজ থেকে সারা দেশে শুরু ‘অপারেশন ডেভিল হান্ট’ ◈ শক্তিশালী পাসপোর্ট সূচকে চার ধাপ এগিয়েছে বাংলাদেশ ◈ প্রতিবাদ সমাবেশে উত্তাল গাজীপুর, আ. লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি (ভিডিও) ◈ গাজীপুরে হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ ড. ইউনূসের বিরুদ্ধে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত ভারতের মিডিয়া: প্রেস সচিব ◈ ফার্মগেটে ফুটপাতের একটি দোকানের কালো ব্যাগে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ে গতিসীমা না মানলে ভিডিও দেখে মামলা ◈ অযত্ন-অবহেলা ও খাদ্যসংকটে স্বাস্থ্য ভেঙে পড়ছে সাফারি পার্কের প্রাণীগুলো, ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ◈ আল ফায়হার বিরুদ্ধে রোনালদোর আল নাসরের দাপুটে জয় ◈ কলকাতায় আশ্রয় নেয়া আওয়ামী লীগ কর্মীদের সময় যাচ্ছে উদ্বেগ আর উৎকণ্ঠায়

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৪, ০২:৪১ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

স্পোর্টস ডেস্ক: গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের মধ্যেই চূড়ান্ত হয়েছিল ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া আট দল। এবারের আসরটি পাকিস্তানের মাটিতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে। বেশ কিছু দিন আগে এই টুর্নামেন্টটির সম্ভাব্য সূচি আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারীর সংস্থার (আইসিসি) কাছে পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

রোববার (৭ জুলাই) জনপ্রিয় ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফ এক প্রতিবেদনে ওই প্রস্তাবিত সূচি প্রকাশ করেছে। -বিবিসি

টেলিগ্রাফের প্রকাশিত সূচিতে দেখা যায় আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ লাহোরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সঙ্গে এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২৭ ফেব্রুয়ারি, নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রতি গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। শেষ চারের ম্যাচগুলো করাচি এবং রাওয়ালপিন্ডিতে আগামী ৫ এবং ৬ মার্চ অনুষ্ঠিত হবে।  লাহোরে ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়ন্স ট্রফির।

আইসিসির মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবশেষ ২০১৭ সালে ইংল্যান্ডে বসে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সে বার ভারতকে হারিয়ে শিরোপ ঘরে তুলেছিল পাকিস্তান। এবার নিজেদের মাটিতেই টুর্নামেন্টটি আয়োজন করতে যাচ্ছে তারা।

   তারিখ                   ম্যাচ                                               ভেন্যু

১৯ ফেব্রুয়ারি        পাকিস্তান বনাম নিউজিল্যান্ড              করাচি
২০ ফেব্রুয়ারি        বাংলাদেশ বনাম ভারত                        লাহোর
২১ ফেব্রুয়ারি         আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা   করাচি
২২ ফেব্রুয়ারি        অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড                    লাহোর
২৩ ফেব্রুয়ারি        নিউজিল্যান্ড বনাম ভারত                    লাহোর
২৪ ফেব্রুয়ারি        পাকিস্তান বনাম বাংলাদেশ                   রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি        আফগানিস্তান বনাম ইংল্যান্ড               লাহোর
২৬ ফেব্রুয়ারি        অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা         রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি         বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড              লাহোর
২৮ ফেব্রুয়ারি        আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া           রাওয়ালপিন্ডি
১ মার্চ                    পাকিস্তান বনাম ভারত                         লাহোর
২ মার্চ                    দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড             রাওয়ালপিন্ডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়