শিরোনাম
◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৭:৪১ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিসিবির দেশি কোচদের সর্বোচ্চ বেতন ৩ লাখ, সর্বনিম্ন ২৫ হাজার

স্পোর্টস ডেস্ক: টাইগার দলে বিদেশি কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুণতে হয় মোটা অঙ্গের টাকা। বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বেতন প্রতি মাসে ৩৫ লাখ টাকার বেশি।

কিন্তু ঘরোয়া ক্রিকেটে নাম মাত্র বেতন পান দেশি কোচরা। এবার তাদের বেতন সর্বনিম্ন ২৫ হাজার এবং সর্বোচ্চ ৩ লাখ টাকা করেছে বিসিবি। ২ জুলাই বিসিবির সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে বিসিবির অধীনে জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে ৯৫ জন কোচ কাজ করছেন। চার শ্রেণিতে থাকা এই কোচদের মাসিক বেতন ১৪-১৫ হাজার  থেকে শুরু করে ১ লাখ ৩০ হাজার টাকার মতো। -প্রথম আলো

তবে বিসিবির সর্বশেষ সভায় কোচদের চারটি শ্রেণিতে ভাগ করার পাশাপাশি তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। বেতন বাড়ানোর পরও কোচদের সর্বনিম্ন বেতন হবে ২৫ হাজার টাকার মতো, সর্বোচ্চ প্রায় ৩ লাখ টাকা। অবশ্য দুই থেকে তিন লাখ টাকা বেতন পাওয়া কোচের সংখ্যা দুই একজন।

কোচদের বেতন বাড়ানো নিয়ে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা বলেন, আমরা অনেক দিন ধরেই কোচদের গ্রেড ঠিক করা, বেতনকাঠামো ঠিক করা নিয়ে কাজ করছি। জেলা পর্যায়ে কোচদের বেতন খুবই কম ছিল। এখন গ্রেডিং সিস্টেম করে বেতনও বাড়ানো হলো। পরে পারফরম্যান্সের ভিত্তিতে কোচদের মূল্যায়ন করা হবে বলেও জানান তিনি। 

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়