শিরোনাম
◈ সদ্য শপথ গ্রহণ করা উপদেষ্টা ফারুকীকে অপসারণের দাবিতে জাবিতে বিক্ষোভ ◈ এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন : আসিফ নজরুল ◈ শুধু একটি বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা, শেখ হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে : সার্জিস আলম ◈ ঘুষের ‘টাকা গুনে নেওয়া সুন্নত’ বলা সেই এসআই ক্লোজড (ভিডিও) ◈ জয় বাংলা স্লোগান দেয়ায় গুলিস্তানে এক নারীকে মারধর, উদ্ধার করল পুলিশ (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন খোদাবক্স চৌধুরী ◈ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ৫০ জন গ্রেপ্তার ◈ ৫ বছর বয়সী শিশু মুনতাহা হত্যাকাণ্ড: নেপথ্যে গৃহশিক্ষিকা নাকি অন্য কোনো কারণ? ◈ বাংলাদেশিরা না যাওয়ায় ৭০ শতাংশ কমেছে কলকাতার হোটেল-দোকানের ব্যবসা ◈ চলতি মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে সাড়ে ৬৫ কোটি ডলার

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০২:০১ দুপুর
আপডেট : ০৭ নভেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমর্থকদের ধৈর্য্য ধরার আহ্বান ব্রাজিল অধিনায়ক দানিলোর

স্পোর্টস ডেস্ক: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। তবে ২০০২ সালের পর আর বিশ্বকাপের দেখা পায়নি ব্রাজিল। সর্বশেষ বিশ্বকাপ জয় করেছে ২০০২ সালে। আর কোপা আমেরিকার সর্বশেষ ট্রফির দেখা পেয়েছে ২০১৯ সালে। সর্বশেষ মৌুসমে ২০২১ সালে নিজেদের মাটিতে আর্জেন্টিনার কাছে হেরে শিরোপা জয়ের সুযোগ হারায়। এবার শিরোপা উদ্ধারের মিশনে নেমেছিল ৯ বারের কোপা চ্যাম্পিয়নরা। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে দলটি। এতে হতাশ না হয়ে সমর্থকদের ধৈর্য ধরে এই দলটার উপর ভরসা রাখতে বললেন ব্রাজিলের অধিনায়ক দানিলো।

জুলাই মাসেই ৩৩ বছরে পা রাখা দানিলো পরের কোনো টুর্নামেন্ট খেলতে পারবেন কিনা এখনো নিজেই জানেন না। তা সত্ত্বেও দলটার উপর আস্থা রাখার আহ্বান তার।

দানিলো বলেন, ‘আমরা একজন খেলোয়াড় কম খেলার সুবিধা নিতে পারিনি। আমাদের আরো সক্রিয় হওয়া উচিত ছিল দুটি সুযোগের ক্ষেত্রে। আমাদের যা কিছু ছিল, সব নিয়েই লড়াই করেছি। ভালো পারফর্ম করছি। তারপর পেনাল্টি। পেনাল্টিতেও প্রায় সবাই কাজ করেছিল। কিন্তু এই তরুণ দলটি (উরুগুয়ে) তাদের দক্ষতা দেখিয়েছে।’

টুর্নামেন্টে এন্ড্রিক, সাভিনহোরা ভালো পারফর্ম দেখিয়েছেন। এ বিষয়ে দানিলো বলেন, ‘আমি আশা করবো, সমর্থকরা ধৈর্য ধরবে। এটা সত্যি যে, ব্রাজিল দীর্ঘদিন ট্রফি জিতছে না। কিন্তু এই তরুণ দলটার প্রতি আস্থা রাখা উচিত। আমি আমার কথা বলছি না। আমি জানি না কতদিন জাতীয় দলের হয়ে খেলতে পারবো। এই প্রতিভাবান খেলোয়াড়দের উপর সবার ভরসা করা উচিত। এন্ড্রিক, সাভিনহোদের এখন সমর্থন দরকার।’

দলের দুই অভিজ্ঞ ফুটবলার মারকুইনহস ও অ্যালিসন বেকারের পাশেও দাঁড়িয়েছেন দানিলো। উরুগুয়ের সঙ্গে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পেরে খুশি দানিলো।

ব্রাজিল অধিনায়ক বলেন, ‘এটা সত্যি যে, আমাদের কিছু জেতা দরকার; এই চাওয়াটা অমূলক নয়। কিন্তু আজকে আমরা দেখিয়েছি, আমরা প্রস্তুত। ফলাফলটা আমাদের পক্ষে ছিল না। কারণ উরুগুয়ে আজকের আগে পুরো টুর্নামেন্টে দারুণ খেলে এসেছে। তারা ৯ পয়েন্টের পাশাপাশি অনেক গোল করে এসেছে। আমরা আজকে প্রায় সমান ম্যাচ খেলেছি তাদের সঙ্গে। দুই দলেরই জয়ের সুযোগ ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
-- End Load More Article - // Open popup after a delay }, 2000); // 2-second delay // Close popup function