শিরোনাম
◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ১২:৫৫ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ

প্রতি আড়াই মিনিটে ফাউলের বাঁশি

ক্রীড়া ডেস্ক: কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ফাউলের বন্যা বইয়ে দিয়েছে উরুগুয়ে। বল নিয়ে আক্রমণ চালানোর পরিবর্তে তারা যেনো অবৈধভাবে ব্রাজিলের খেলোয়াড়দের বাধা দেওয়ার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল। গড়ে প্রায় চার মিনিটে একটি করে ফাউল করেছে তারা। উভয় দলের ফাউলের কারণে প্রথম ঘণ্টায় প্রতি আড়াই মিনিটে একবার করে ফাউলের বাঁশি বাজাতে হয়েছে রেফারিকে।

ম্যাচের অবস্থা কতটা নাজুক তা একটা পরিসংখ্যানে চোখ বুলালে পরিস্কার হয়ে যাবে। প্রথমার্ধে উভয় দল একে অপরের পোস্ট লক্ষ্য করে মাত্র ৯টি শট নিয়েছে। আর সেখানে ফাউলের সংখ্যা ছিল দ্বিগুন, অর্থাৎ ১৮টি। ম্যাচের বয়স যখন এক ঘণ্টা তখন ম্যাাচে ফাউলের সংখ্যা দুই ডজন ছাড়িয়ে যায়। এ সময়ে উভয় দল মোট ২৫টি ফাউল করে। অর্থাৎপ্রতি আড়াই মিনিটেরও কম সময়ে একবার করে রেফারিকে ফাউলের বাঁশি বাজাতে হয়। ফাউলে উরুগুয়ে অনেক অনেক এগিয়ে ছিল। ১৮টি ফাউল করেছিল উরুগুয়ে, আর ব্রাজিলে মাত্র সাতবার ফাউল করে। 

সব মিলিয়ে ম্যাচে ফাউল হয়েছে ৪১টি। এ সময়ে উরুগুয়ে ২৬টি ফাউল করেছে, ব্রাজিল প্রতিপক্ষকে নিয়ম বহির্ভূতভাবে বাধা দিয়েছে ১৫ বার। এবারের কোপায় কোনো ম্যাচে এটাই সবচেয়ে বেশি ফাউলের ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়