শিরোনাম
◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম ◈ রাজনৈতিক দলের নিবন্ধনের সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ল ◈ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভারতীয় ও চীনা শিক্ষার্থীদের মামলা ◈ মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও) 

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৯:১৬ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা আমেরিকা

টাইব্রেকারে মার্টিনেজের দক্ষতায় আর্জেন্টিনা সেমিফাইনালে

স্পোর্টস ডেস্ক: ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার পথে আরো এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। আগামী ৯ জুলাই সেমিফাইনাল ম্যাচ। ভেনেজুয়েলা ও কানাডার মধ্যে কোয়ার্টার ফাইনালের জয়ী দলের মুখোমুখি হবে তারা।

আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছালে ম্যাচে যথেষ্ঠ নাটকীয়তা ছিল। ৩৫ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এই এক গোলেই জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু তাদের সে স্বপ্ন ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই আতংকে রূপ নেয়। ইনজুরির সময়ের এক মিনিটে রদ্রিগুয়েজের হেড একদিকে ইকুয়েডরকে খেলায় ফিরিয়ে আনে। অন্যদিকে আর্জেন্টিনার শিবিরে হতাশা ভর করে।

এর আগে ৬২ মিনিটে ইকুয়েডর খেলায় সমতা ফিরিয়ে আনার সুযোগ পেয়েছিল। পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু ইনার ভ্যালেন্সিয়া গোল করতে পারেননি। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে পরাভূত করলেও তার শট পোস্টে লেগে ফিরে আসে।

টাইব্রেকারে সেই মার্টিনেজ হয়েছেন আর্জেন্টিনার নায়ক। ইকুয়েডরের প্রথম দুটো শট রুখে দেন তিনি। তবে আর্জেন্টিনার জন্য বড় হতাশার ঘটনা ছিল অধিনায়ক লিওনেল মেসি। টাইব্রেকারে প্রথম শট নেন তিনি। কিন্তু গোল করতে পারেননি। তার শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়। তবে হুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার, মন্টিয়েল ও ওতামেন্দি গোল করে আর্জেন্টিনাকে সেমিফাইনালে পৌঁছে দেন।

ইকুয়েডরের হয়ে ইয়োবোহ ও কাইসেদো গোল করেন। মেনা ও মিন্ডার নেওয়া প্রথম দুটো শট মার্টিনেজ রুখে দেন।

এসএইচ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়