শিরোনাম
◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৮:১৩ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকুয়েডরের বিরুদ্ধে মেসিকে খেলানো হতে পারে

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনা দলের নির্ভরতার প্রতীক লিওনেল মেসি এখন অনেকটা সুস্থ। চোট থেকে সেরে উঠতে বিশ্রামে থাকার পর গত মঙ্গলবার দলের অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। কিন্তু কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়ক মাঠে নামতে পারবেন কি না, সে নিয়ে এখনও শঙ্কা রয়েছে। তবে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, দলের সবচেয়ে বড় তারকার জন্য তারা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন।

হিউস্টনে বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায় কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

গত ২৫ জুন চিলির বিপক্ষে গ্রুপ পর্বে ১-০ গোলে জয়ের ম্যাচে ডান ঊরুর পুরোনো চোটে অস্বস্তিতে দেখা যায় মেসিকে। ২৪তম মিনিটে প্রাথমিক চিকিৎসাও নেন। এরপর আরও বেশ কয়েকবার নিজেকেই ঊরুতে মালিশ করতে দেখা যায়। সে অবস্থাতেই পুরো ম্যাচেই খেলেন এই মহাতারকা। এরপর পেরুর বিপক্ষে সবশেষ ম্যাচে বিশ্রামে থাকেন তিনি। লাউতারো মার্তিনেসের জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিনরা।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার আগের দিন দলের সঙ্গে আবারও অনুশীলন করেন মেসি। তবে ম্যাচে তার খেলার ব্যাপারে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আমরা আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করব। আরেকটি দিন সবসময়ই ভালো। আজ আমরা কেমন সাড়া পাই তার উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়