নিজস্ব প্রতিবেদক: গত বুধবার ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হলো কোপা আমেরিকা কাপের গ্রুপ পর্বের খেলা। এদিন নয়বারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল ১-১ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে পেলো প্রতিপক্ষ হিসেবে।
বাংলাদেশ সময় শুক্রবার (৫ জুলাই) থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। প্রথম দিনেই কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ইকুয়েডরের বিরুদ্ধে। ৭ জুলাই কোপার সাবেক রানার্সআপ ব্রাজিল লড়বে উরুগুয়ের বিরুদ্ধে। একই দিনে কলম্বিয়া খেলবে পানামার বিরুদ্ধে। আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ দুটি শুরু হবে সকাল ৭টায়। এছাড়া ৬ জুলাই খেলবে কানাডা ও ভেনিজুয়েলা।
কোয়ার্টার ফাইনাল শেষে দুইদিনের বিরতি। তারপর ৯ জুলাই প্রথম সেমিফাইনাল, ১০ জুলাই দ্বিতীয় সেমিফাইনাল। ১৩ জুলাই স্থান নির্ধারণী ও ১৪ জুলাই ফাইনাল। সম্পাদনা: এল আর বাদল
এলআরবি/এনএইচ
আপনার মতামত লিখুন :