স্পোর্টস ডেস্ক: অবশেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত। গত ২৯ জুন ফাইনালের মাধ্যমে বিশ্বকাপ শেষ হলেও খারাপ আবহাওয়ার কারণে ভারত এতদিন ওয়েস্ট ইন্ডিজ আটকে ছিল। বন্ধ ছিল বিমান চলাচল। আবহাওয়ার ভালো হওয়ার পর তারা বুধবার দেশের উদ্দেশে রওনা দিয়েছে।
ক্রিকেটাররা, তাদের পরিবার ও দলের সঙ্গে থাকা অন্যান্য কর্মকর্তা বিশেষ বিমানে করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড এই বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। বিশেষ এই বিমানটি ২ জুলাই বার্বাডোজ থেকে রওনা হওয়ার কথা থাকলেও বিমান দেরিতে ল্যান্ড করায় তাদের রওনা দিতে দেরি হয়। সবকিছু ঠিক থাকলে বৃহষ্পতিবার সকালে তাদের দিল্লিতে পৌঁছানোর কথা।
দীর্ঘ ১১ বছর পর ভারতের সিনিয়র ক্রিকেট দল প্রথম বিশ্বকাপ জয় করেছে। এ উদ্দেশে তারা রোড শো করবে। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।
আপনার মতামত লিখুন :