শিরোনাম
◈ পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী ◈ সচিব সভায় সম্পদের হিসাব প্রকাশ নিয়ে মতানৈক্য ◈ ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ৫ জন নিহত ◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের ◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৪, ০৭:৩৩ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২৪, ০৭:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যর্থ বিশ্বকাপ শেষে পাকিস্তানের ১২ তারকা বিদেশি লিগে

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শেষ করে নতুন অভিযানে বের হয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। জাতীয় দলের খেলা না থাকায় ব্যস্ত সময় কাটাবে বিদেশি ফ্রাঞ্চাইটি টুর্নামেন্টে।

চলতি জুলাইয়ে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও কানাডার তিনটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলবে। এ ছাড়া আগে থেকেই চলছে কাউন্টি ক্রিকেট, ক্যারিবীয় লিগ শুরু হবে আগস্টে। এসব টুর্নামেন্টে অংশ নিতে সবমিলিয়ে পাকিস্তানের ১২ ক্রিকেটারকে এনওসি (ছাড়পত্র) দিয়েছে পিসিবি।

আগামী মাসের শেষের দিকে শুরু হবে সদ্য সমাপ্ত বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। ২৯ আগস্ট শুরু হয়ে সিপিএল চলবে ৬ অক্টোবর পর্যন্ত। সেখানে খেলবেন পাকিস্তানের বিধ্বংসী ব্যাটার ফখর জামান। বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে এনওসি দেওয়া হয়েছে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার জন্য। ৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত তিনি ছাড়পত্র পেয়েছেন। যেখানে আগে থেকেই খেলছেন হাসান আলি ও শান মাসুদরা। -ঢাকা পোস্ট

স্পিনার আবরার আহমেদ খেলবেন আমেরিকার মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। ৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ওই টুর্নামেন্টে থাকবেন তিনি। পেসার হারিস রউফ ও জামান খানও খেলবেন এমএলসিতে। সোমবার থেকে শুরু হয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল)। লিগটিতে অংশ নিতে পিসিবির অনুমতি পেয়েছেন মোহাম্মদ হারিস, মোহাম্মদ হাসনাইন সালমান আলি আগা ও শাদাব।

জাতীয় দলের বাইরে থাকা শারজিল খান ও শোয়েব মাকসুদ খেলবেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে। অলরাউন্ডার উসামা মিরকে ছাড়পত্র দেওয়া হয়েছে দ্য হান্ড্রেডে খেলতে। ইংলিশ লিগটি ২৩ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

অন্যদিকে আজম খান ও সাইম আইয়ুবকে এনওসি দেয়নি পিসিবি। তারা আসন্ন সিপিএলে গায়ানা ওয়ারিয়র্সের হয়ে খেলার কথা ছিল। এর আগে এলপিএলেও ডাক পেয়েছিলেন আজম, তবে পিসিবির নিয়ম অনুসারে ‘বছরে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার’ সুযোগের কথা মাথায় রেখে তিনি লঙ্কান টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন।

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়