শিরোনাম
◈ বাংলা ব্লকেডের সমর্থনে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ ◈ কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা আদালতের বিষয়  ◈ কোটা আদালতের এখতিয়ার, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার: ওবায়দুল কাদের ◈ আজ সারাদেশে কোটা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ◈ রথযাত্রা ও কোটা বাতিলের আন্দোলন: সময় নিয়ে বের হতে বললো পুলিশ ◈ ‘পানি বণ্টন চুক্তিতে দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে’ ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী  ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ◈ স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন ◈ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর জন্য এই অনুষ্ঠান: শেখ হাসিনা

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৪, ০২:১৭ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২৪, ০২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি কলাম্বিয়া-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় 'ডি' গ্রুপের রানার্স আপ দল কোয়ার্টার ফাইনালে 'সি' গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে।  মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে উরুগুয়ে 'সি' গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে এড়াতে হলে নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে হবে ব্রাজিলকে। সে লক্ষ্য নিয়ে বুধবার সকাল সাতটায় ব্রাজিল মুখোমুখি হবে কলাম্বিয়ার।

'ডি' গ্রুপে কলাম্বিয়া সবার উপরে রয়েছে। তারপরেই ব্রাজিল।  পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থায় 'ডি' গ্রুপে ব্রাজিলের রানার্স আপ হওয়ার সম্ভাবনা বেশি। 

প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে অস্বস্তিতে ব্রাজিল। কলাম্বিয়া দুই ম্যাচের দুটোতে জয় পেয়েছে। এরই মধ্যে তারা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ব্রাজিলের বিপক্ষে এ ম্যাচের আগে নিজেদের ফেভারিট ভাবছেন না দলটির কোচ নেস্তর লোরেঞ্জো। তিনি বলেন, ব্রাজিলের বিপক্ষে কোনো ম্যাচে আপনি নিজেকে ফেভারিট ভাবতে পারবেন না। তাদের একটা ঐতিহ্য রয়েছে। আমরা কলাম্বিয়ার ইতিহাসে নতৃন করে পৃষ্ঠা যোগ করার কাজ শুরু করেছি। এ মুহূর্তে আমরা ভালো অবস্থানে আছি। তবে আমাদের প্রত্যাশা আরো বেশি। এই ভালো অবস্থা ধরে রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো।

লোরেঞ্জো আরও বলেন, এখন আমাদের প্রধান বিষয় হচ্ছে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা। কোয়ার্টার ফাইনালে খেলার পাশাপাশি আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। 

গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে কলাম্বিয়াকে শেষ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জয় পেতে হবে অথবা ড্র করতে হবে। তবে জয়ের সামর্থ্য যে তাদের রয়েছে তা ভালো করেই জানেন লোরেঞ্জো। দুই দলের সর্বশেষ লড়াইয়ের ফল কলাম্বিয়ার পক্ষে কথা বলছে। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের মাঠের খেলায় ব্রাজিলের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়