শিরোনাম
◈ ব্লু ইকোনমি বাস্তবায়নে এডিবির সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী ◈ টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত ◈ ১৫ জুলাই ঢাকা-বেইজিং সরাসরি ফ্লাইট চালু হচ্ছে  ◈ খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সুপারিশ: ডা. জাহিদ ◈ এইচএসসির দ্বিতীয় দিনে আট বোর্ডে অনুপস্থিত ১০ হাজার ৪৪০ পরীক্ষার্থী ◈ কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ শিক্ষার্থীদের, বুধবার থেকে অবস্থান কর্মসূচি ◈ টানা ভারী বর্ষণে সাজেকে আটকা ৭ শতাধিক পর্যটক ◈ দুদকের মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট ◈ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দিতে হবে: হাইকোর্ট  ◈ আগস্টে বন্যার আশঙ্কা, মোকাবেলার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০১ জুলাই, ২০২৪, ০৮:০৩ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২৪, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরো চ্যাম্পিয়নশিপ

জর্জিয়ার রূপকথার ইতি, স্পেন কো. ফাইনালে

স্পোর্টস ডেস্ক : থেমে গেল জর্জিয়ার রূপকথা। তিনবারের স্পেনের কাছে বিধ্বস্ত হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে তারা। রোববার তাদেরকে ৪-১ গোলে হারিয়ে স্পেন কোয়ার্টার ফাইনালে উঠেছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা জার্মানির মুখোমুখি হবে।

কোলনে অনুষ্ঠিত এ ম্যাচে স্পেনের হয়ে গোল করেছেন রদ্রি, ফাবিয়ান রুইজ, নিকো উইলিয়ামস ও দানি ওলমো। সহজ জয় পেলেও স্পেনের বুকে ভয় ধরিয়ে দিয়েছিল এবারের টুর্নামেন্টের চমক জাগানো দল জর্জিয়া। গ্রুপ পর্বে চমক দেখানো দলটি স্পেনকে ম্যাচের শুরুতে থমকে দিয়েছিল। কেননা পাঁঁচ গোলের এ ম্যাচে প্রথম গোলের দেখা পেয়েছিল জর্জিয়া। ১৮ মিনিটের সময় আত্মঘাতি গোলে তারা এগিয়ে গিয়েছিল। ওতার কাকাবাদজের ক্রস থেকে রবিন লে নরমান্ড নিজেদের জালে বল পাঠিয়ে দেন।

সময় যত গড়াচ্ছিল ততই ঘাম ঝরছিল স্পেনের কোচের। অবশেষে তাকে স্বস্তি এনে দেন রদ্রি।। ৩৯ মিনিটে উইলিয়ামসের কাছ থেকে বল পেয়ে রদ্রি সমতায় ফেরান। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে একের পর এক স্পেন জর্জিয়ার জালে বল ফেলে। বিরতির পরপরই ৫১ মিনিটে লামিনে ইয়ামালের ক্রস থেকে ফাবিয়ান রুইজ গোল করে স্পেনকে এগিয়ে নেন। ৭৫ মিনিটে উইলিয়ামসের গোল জর্জিয়ার ম্যাচে ফেরার সব সম্ভাবনা শেষ করে দেয়। বদলি খেলোয়াড় ওলমো ৮৩ মিনিটে গোল করে জর্জিয়ার বিদায় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে উইলিয়ামস বলেন, কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পেরে আমি আনন্দিত। ধীরে ধীরে আমরা ভালো খেলতে শুরু করেছি। যদি উন্নতির এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি তাহলে আমরা ভালো করতে পারবো। আমরা যে গোলটি হজম করেছি সেটা ছিল একটা ভুল।'

কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ জার্মানি সম্পর্কে বলেন, জার্মানি খুব শক্তিশালী দল। তাদেরকে হারানো কঠিন কাজ। তবে আমরা ভালো দল, যদি আমরা এভাবে খেলতে পারি তাহলে আমরা জয় পাব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়