শিরোনাম
◈ বিএনপির অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে: ওবায়দুল কাদের ◈ প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল ৩৫ বিশ্ববিদ্যালয় ◈ ব্যয়ের ক্ষেত্রে আবারও কৃচ্ছ সাধনের নীতিতে সরকার ◈ বিহারে আরও তিনটি সেতু ভেঙেছে ◈ মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার নির্দেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর ◈ ওমান শিগগিরই বাংলাদেশীদের জন্য ওয়ার্কিং ভিসা চালুর চেষ্টা করছে ◈ ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মুশতাক-ফাওজিয়া ◈ সিলেট কাস্টমস কমিশনার এনামুল হকের সম্পত্তি ক্রোকের নির্দেশ ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই: ড. ইউনূস ◈ কোটা সরকার বাতিল করেছিল আদালত বহাল রেখেছেন: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুন, ২০২৪, ০৭:৪৬ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৪, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিত শর্মাদের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বাসে ভাসলো ভারতের নারী ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক: [২] শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৭ রানের ঐতিহাসিক জয়ে গোটা ভারতজুড়ে আনন্দের জোয়ার বইছে। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের জানানো হচ্ছে অভিনন্দন।

[৩] বিশ্বকাপ জয়ের পর দলটির কোচ রাহুল দ্রাবিড় ক্রিকেটারদের সঙ্গে আনন্দে মেতেছেন। মজা করে বললেন, দল তো চ্যাম্পিয়ন হলো। আগামী সপ্তাহে বেকার হয়ে যাচ্ছি। কোনও চাকরি আছে? গত বছর ৫০ ওভারের বিশ্বকাপের পরে চাকরি ছেড়ে দেওয়ার কথা ছিল তার। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অনুরোধে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হন।   

[৪] তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ে সবচেয়ে বেশি উল্লোসিত ভারতের নারী ক্রিকেটাররা। 

[৫] নারী দল যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চেন্নাই টেস্টে ব্যস্ত, তখন ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকার ছেলেদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন রোহিত শর্মারা। বিশ্বের দুই প্রান্তে ভারত-দক্ষিণ আফ্রিকার দুই লড়াই বাড়তি মাত্রা পায় শনিবার। হরমনপ্রীতরা টেস্টের ইতিহাসে রেকর্ড ৫২৫ রানের ইনিংস গড়েন। রোহিতরা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটান।

[৬] নিজেদের কৃতিত্বের জন্য হরমনপ্রীত কৌররা খুশি হবেন, এটা স্বাভাবিক বিষয়। তবে ভারতের নারী ক্রিকেট দলকে বেশি উচ্ছ্বসিত দেখায় রোহিত শর্মাদের সাফল্যে। তারা রোহিতদের অভিনন্দন জানাতে ভোলেননি।

[৭] রোববার ছিল ভারত-দক্ষিণ আফ্রিকা চেন্নাই টেস্টের তৃতীয় দিন। এদিন খেলা শুরুর আগে কোচ অমল মজুমদারের নেতৃত্বে ভারতের মহিলা ক্রিকেট দলের তারকারা একজোট হয়ে ভিডিও বার্তায় টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানান। সম্পাদনা: ইকবাল খান

এলআরবি/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়