শিরোনাম
◈ কোটাবিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা আদালতের বিষয়  ◈ কোটা আদালতের এখতিয়ার, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার: ওবায়দুল কাদের ◈ আজ সারাদেশে কোটা বাতিলের দাবিতে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি ◈ রথযাত্রা ও কোটা বাতিলের আন্দোলন: সময় নিয়ে বের হতে বললো পুলিশ ◈ টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে, ইউরোর সেমিতে ইংল্যান্ড ◈ ‘পানি বণ্টন চুক্তিতে দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে’ ◈ চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী  ◈ রাজশাহীতে ওসির ‘খাম’ আদান-প্রদানের ভিডিও ভাইরাল ◈ রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনে কাটা পরে এক ব্যক্তির মৃত্যু ◈ স্বাগতিক জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

প্রকাশিত : ৩০ জুন, ২০২৪, ০৭:২১ বিকাল
আপডেট : ৩০ জুন, ২০২৪, ০৭:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিত-কোহলিদের প্রশংসা করলেন নরেন্দ্র মোদি

স্পোর্টস ডেস্ক: ভারতের বিশ্বকাপ জয়ের দিন ব্যাটে জ্বলে উঠতে না পারলেও আসরজুড়ে আগ্রাসী ব্যাটিং করেছেন অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে এই টুর্নামেন্টে প্রথম ৭ ম্যাচে ৭৫ রান করেছিলেন অ্যাঙ্কর বিরাট কোহলি। কিন্তু ফাইনালে খেললেন ৭৬ রানের ইনিংস। এবার ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অন্যতম তিন সেরা তারকার প্রশংসায় পঞ্চমুখ হলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। -হিন্দুস্থান টাইমস

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে টিম ইন্ডিয়ার সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাদের প্রশংসা করেছেন। জানিয়েছেন অভিনন্দন। ভারতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় এবং ফাইনালের সেরা বিরাট কোহলিকে নিয়ে কয়েকটি কথাও বললেন প্রধানমন্ত্রী।

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার বিষয়ে মোদি বলেন, প্রিয় রোহিত শর্মা, তোমার শ্রেষ্ঠত্ব ফুটে উঠল। তোমার আক্রমণাত্মক মানসিকতা, ব্যাটিং এবং অধিনায়কত্বের কারণে নয়া উচ্চতায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। তোমার টি-টোয়েন্টি ক্যারিয়ার চিরকাল আমাদের হৃদয়ে থেকে যাবে। আজ তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে।

কোহলির সঙ্গে কথা বলার পরে মোদি বলেন, প্রিয় বিরাট কোহলি, তোমার সঙ্গে কথা খুব ভালো লাগছে। ফাইনালে তুমি যে ইনিংসটা খেলেছো, সেটা দুর্দান্ত। দারুণভাবে ভারতীয় ইনিংসকে টেনে নিয়ে গিয়েছো। ক্রিকেটের প্রতিটি ফরমেটে তুমি জ্বলে উঠেছো। তোমায় মিস করবে টি-টোয়েন্টি ক্রিকেট। তবে আমি নিশ্চিত যে নয়া প্রজন্মের খেলোয়াড়দের তুমি অনুপ্রেরণা জোগাতে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়