শিরোনাম
◈ হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার পথে বেগম খালেদা জিয়া ◈ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসেব দিতে হবে: হাইকোর্ট  ◈ স্ত্রী-কন্যাসহ বেনজীরের সম্পদের হিসাব দিতে দুদকের নোটিশ  ◈ রূপগঞ্জে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, ৩ বোমা উদ্ধার ◈ কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ শিক্ষার্থীদের ◈ পেনশন ‘প্রত্যয়’ নিয়ে সরকারের আনুষ্ঠানিক বক্তব্য ও  ব্যাখ্যা ◈ ‘প্রত্যয়’ প্রত্যাহারে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক: অর্থমন্ত্রী ◈ বিমান থেকে ঝাঁপ দিয়ে গিনেস রেকর্ডসে বাংলাদেশের আশিক ◈ পশ্চিম বঙ্গে রেশন বন্টন দুর্নীতি মামালায় ৭০ লাখ রুপি ফেরত দিতে চান অভিনেত্রী ঋতুপর্ণা ◈ চাকরিসূত্রে সৌদি যেতে প্রতারণা রোধে কাজ করবে যৌথ টাস্কফোর্স: পররাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ২৮ জুন, ২০২৪, ০৮:২৬ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২৪, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা আমেরিকা

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টিকে থাকলো পানামা

স্পোর্টস ডেস্ক: ফিফা র্যাংকিংয়ে যুক্তরাষ্ট্র ও পানামার মধ্যে পার্থক্য ব্যাপক। যুক্তরাষ্ট্র শীর্ষ দশে ঢোকার জন্য দরজায় রীতিমতো নক করে চলেছে। এগারতম স্থানে তারা। অন্যদিকে পানামা ৪৩তম স্থানে। কোপা আমেরিকায় সেই পানামা চমক দেখিয়েছে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বৃহষ্পতিবার যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে পয়েন্টের দেখা পেয়েছে দলটি। একই সঙ্গে নক আউট পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে।

ম্যাচে কার্ডের ছিল যথেষ্ঠ ছড়াছড়ি। উভয় দল একটি করে লাল কার্ড পেয়েছে। আর হলুদ কার্ডের সংখ্যা ছিল পাঁচটি। জোসে ফাজার্ডো ৮৩ মিনিটে পানামার হয়ে জয়সূচক গোলটি করেন। এর আগে ২২ মিনিটে যুক্তরাষ্ট্রের ফোলারিন বালোগুন  দলকে এগিয়ে নিয়েছিলেন। খুব বেশি সময় এ গোলের স্বস্তি তাদের থাকেনি। চার মিনিট পরেই পানামার সিজার ব্লাকমান খেলায় সমতায় ফেরান।

এ জয়ের ফলে পানামা নক আউট পর্বে খেলার সম্ভাবনা তৈরি করেছে। দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। যুক্তরাষ্ট্রেরও পয়েন্ট ৩। তবে গোল পার্থক্যে যুক্তরাষ্ট্র পানামার নিচে অবস্থান করছে। 

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামা বলিভিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে গ্রুপের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্র ও উরুগুয়ে মুখোমুখি হবে। বলিভিয়া দুই ম্যাচ থেকে এখনো কোনো পয়েন্ট পায়নি। সবার নিচে তারা। গ্রুপে দলগুলোর শক্তির বিচারে পানামার সামনে নক আউট পর্বে খেলার দারুণ সুযোগ রয়েছে। কেননা বলিভিয়ার বিপক্ষে তাদের জয়ের যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তাদের ৬ পয়েন্ট হবে। অন্যদিকে শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের জয় পাওয়া কঠিন হবে। কেননা উরুগুয়ে তাদের প্রতিপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়