শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৪:৩৯ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ১১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই: মাশরাফি

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে ৪ রানে হেরেছে বাংলাদেশ। তবে এই হার ছাপিয়ে ক্রিকেট বিশ্বে তীব্র সমালোচনা চলছে শান্ত-রিয়াদদের বিপক্ষে আম্পায়ারিংয়ের ভুল সিদ্ধান্ত নিয়ে। এবার আম্পায়ারিং নিয়ে মন্তব্য করলেন টাইগার দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের বিপক্ষে ১১৩ রানের বেশি করতে পারেনি। বাংলাদেশ ওই ম্যাচ হেরে যায় ৪ রানে। শেষ ১৮ বলে যখন ২০ রান তখন তৌহিদ হৃদয়ের এক আউটেই ম্যাচ পাল্টে যায়। অনফিল্ড আম্পায়ারের এলবিডব্লিউ সিদ্ধান্ততে কপাল পুড়ে বাংলাদেশের। বল লেগ স্টাম্পের উপরে ছিল। বেলসের হালকা লেগেছিল। তাতেই আম্পায়ারের সিদ্ধান্ত টিকে যায়।

এর আগে মাহমুদউল্লাহর প্যাড ছুঁয়ে বল বাউন্ডারিতে গেলেও বাই ৪ রান পায়নি বাংলাদেশ। কারণ মাহমুদউল্লাহকে আগেই আউট দিয়েছিলেন আম্পায়ার। নিয়ম অনুযায়ী বল তখন ডেড হয়ে যায়। ওই ৪ রানের ব্যবধানেই ম্যাচটা শেষ পর্যন্ত হেরেছে বাংলাদেশ।

মাঠে আম্পায়াররা বাজে সিদ্ধান্ত নিয়ে মাশরাফি নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেছেন, বাজে অ্যাম্পায়ারিং নিয়ে কোন সন্দেহ নাই তবে আমরাও পুয়োর অ্যাপ্লিকেশন করেছি। আশা ছাড়ছি না ইনশাল্লাহ সেরা আটে যাব।

সামনে এগিয়ে যাওয়ার জন্য এই ম্যাচটি ভুলে যাওয়ার তাগিদ দিলেন মাশরাফি, দ্রুত ভুলে যেতে হবে, আমরা যাই বলি না কেন, বাংলাদেশ দলকে ভুলে যেতে হবে। এ ম্যাচ আর ফিরে আসবে না। শেষ দুটি ম্যাচ এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেরা আটে যেতে হলে। অবশ্যই আজ সবচেয়ে ভালো সুযোগটা হারিয়েছি তবে যা হওয়ার হয়ে গেছে এটা নিয়ে যতো ভাববে ততোই ক্ষতি হবে।

সামনের দুটি ম্যাচের জন্য শুভকামনা জানিয়ে মাশরাফি লিখেছেন, আবারও বলছি দারুণ সুযোগ হাত ছাড়া হলো, যার ফলে আরও দুইটা প্রেশার ম্যাচ খেলতে হবে। তাই এই ম্যাচকে যতো দ্রুত ব্রেন থেকে ডিলেট করা যায় ততোই ভালো হবে সামনের দুইটা ম্যাচের জন্য। শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়