শিরোনাম
◈ উত্তরা পশ্চিম থানা পুলিশ কর্তৃক চাঁদাবাজ গ্রেফতার ◈ প্রজ্ঞাপন জারি সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়িয়ে ◈ পুলিশের সামনেই বিয়ের ৪ দিন আগে মেয়েকে গুলি করে হত্যা বাবার ◈ বিপিএল ছাড়লেন কর্নওয়াল, বললেন, বিদায় বাংলাদেশ ◈ সীমান্তে কাঁটাতারের বেড়ায় এবার বোতল ঝুলিয়ে দিলো বিএসএফ ◈ অনুশীলন বর্জন তাসকিনদের, জরুরি বৈঠক ডেকেছে বিসিবি ◈ সংবিধানে ধর্মনিরপেক্ষতাসহ ৩ মূলনীতি বাদ দিয়ে নতুন ৪ সুপারিশ ◈ ৪ বছর মেয়াদি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয় ◈ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে চায় পাকিস্তান ◈ ‘পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর শরীরের বিনিময়’

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০১:০০ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবের সমালোচনায় শেবাগ

শামীম হাসান: সাকিব আল হাসানের সময়টা ভালো যাচ্ছে না। গত ছয় মাস ধরে তার পারফরম্যান্সের ব্যারোমিটারে পারদের উচ্চতা শুধু নিচের দিকে নামছে। ২০২৩ সালের বিশ্বকাপের শেষ দিকে ইনজুরির কারণে দল থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে চোখের সমস্যার কারণে তার জাতীয় দলে ফেরাতে বিলম্বিত করেছিল।

গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আবার জাতীয় দলে ফেরেন সাকিব আল হাসান। দলে ফিরেছেন কিন্তু ফেরেনি তার ফর্ম। এ সময়ে আট টি-টোয়েন্টি ম্যাচে পেয়েছেন ৬ উইকেট। এক ম্যাচ চার উইকেট। ছয় ম্যাচে কোনো উইকেট পাননি। বল হাতে যেমন ব্যর্থ ব্যাট হাতেও সাফল্যের দেখা পাননি। আট ম্যাচে মোট ৯৭। বিশ্বকাপের দুই ম্যাচে সাকিবের রান ১১, উইকেট শিকারের সংখ্যা শূন্য। 

এমন পরিস্থিতিতে সাকিবের সমালোচনায় মুখ খুলেছেন ভারতের সাবেক ক্রিকেটার বিরেন্দর শেভাগ। তিনি বলেন, সাকিব আল হাসান দলের একজন সিনিয়র সদস্য। রান তাড়া করায় তার বড় ভূমিকা নেওয়া উচিত ছিল। যদি শুধুমাত্র অভিজ্ঞতার কারণে তাকে দলভুক্ত করা হয়ে থাকে তাহলে এটা ঠিক হয়নি। অন্তত কিছু সময় তার উইকেটে থাকা উচিত। সাকিব একজন ম্যাথু হেইডেন বা অ্যাডাম গিলক্রিস্ট নন। সে বাংলাদেশের খেলোয়াড়। শর্ট বলে পুল শট তার স্বাভাবিক শট নয়।

শুধু শেবাগ নয়, ভারতের আরেক সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেলও সাকিব আল হাসানের সমালোচনা করেছেন। তিনি বলেন, সাকিবকে ঘিরে অনেক প্রত্যাশা থাকে। এটাই স্বাভাবিক। কেননা সে প্রথম বিশ্বকাপ থেকে খেলছে। তার অভিজ্ঞতার কারণে দল যখন বিপদে পড়বে তরুণ খেলোয়াড়রা তখন তার দিকে তাকিয়ে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়