শিরোনাম
◈ ঢাবি ছাত্রদলের তিন দাবিতে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়ার ঘোষণা ◈ শহীদ নূর হোসেন দিবস আজ ◈ ধেয়ে আসছে প্রায় শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ৪ ডিগ্রিতে ◈ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভারে ট্রাকে আগুন ◈ '৫ তারিখে এপিবিএন এয়ারপোর্ট অরক্ষিত করে চলে গেলে, সুরক্ষার দ্বায়িত্ব নেয় এয়ারফোর্স'(ভিডিও) ◈ ট্রাম্পের ফেস্টুন হাতে গ্রেপ্তার, পুলিশ বলছে 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিনষ্টের অপচেষ্টা' ◈ ড. ইউনূস, নাহিদ, আসিফ নজরুল, হাসনাত ও সারজিসসহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ ◈ মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের অপেক্ষা করছেন কয়েক হাজার অভিবাসী ◈ অন্তর্বর্তী সরকার গঠনে ত্রুটি থাকলে প্রশ্ন তোলা যাবে না ◈ আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই : ভিপি নূর (ভিডিও)

প্রকাশিত : ০২ মে, ২০২২, ০৯:২৩ সকাল
আপডেট : ০২ মে, ২০২২, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইপিএলের পরের আসরেও চেন্নাইয়ের হয়ে খেলার ইঙ্গিত মহেন্দ্র সিং ধোনির 

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর শুরুর আগেই

চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এই অলরাউন্ডারের অধীনে ৮ ম্যাচে ৬টিতে হেরে প্লে অফ থেকে ছিটকে যাওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছে দলটি। এমন অবস্থায় জাদেজাকে সরিয়ে আবারও চেন্নাইয়ের নেতৃত্ব দেয়া হয়েছে ধোনিকে।

[৩] পুনরায় দায়িত্ব পাওয়ার পর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আবারও টস করতে নেমেছিলেন ধোনি। এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমেছে চেন্নাই। টসের সময়ই ধোনি আগামী মৌসুমেও খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।

[৪] ধোনি বলেছেন, 'পরের বছরও আমাকে হলুদ জার্সিতেই দেখা যাবে। সেটা এই জার্সি হতে পারে। আবার অন্যও হতে পারে। সেটা বলা যায় না। কিন্তু জার্সির রং হলুদই থাকবে। আপনাকে বর্তমান পরিস্থিতিটা বুঝতে হবে। আমরা অনেক ক্যাচ ফেলছি, এ জায়গায় আমাদের উন্নতি করতে হবে। কারণ ওই ভুলগুলোই ম্যাচ হারিয়ে দেয়।

[৫] ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরে সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে ধোনিকে দলে ভিড়িয়েছিল চেন্নাই। তখন থেকেই দলটির নেতৃত্বভার ছিল এই উইকেটরক্ষক ব্যাটারের কাঁধে। এবার নতুনভাবে আইপিএল শুরু করতে চাওয়া চেন্নাইয়ের অধিনায়ক পরিবর্তনের চিন্তাটা হিতে বিপরীত হয়েছে।

[৬] ধোনির অধীনেই আইপিএলের চারটি শিরোপা জিতেছে চেন্নাই। এর মধ্যে ২০১০, ২০১১ সালে টানা দুই শিরোপা জিতেছিল চেন্নাই। এরপর ২০১৮ ও ২০২১ আইপিএলের শিরোপা ঘরে তোলে ধোনির দল। এ ছাড়া ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৫ ও ২০১৯ সালে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে চেন্নাই। - ক্রিকফ্রেঞ্জি, সম্পাদনা : এল আর বাদল
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়