শিরোনাম
◈ ট্রাম্পের 'সহায়তা স্থগিত', বাংলাদেশে মার্কিন কর্মসূচি ঢেলে সাজানোর সুযোগ ◈ নতুন দুই বিভাগ ও দেশকে চারটি প্রদেশে ভাগ করার প্রস্তাব সংস্কার কমিশনের ◈ 'ধৈর্যের বাঁধ ভাঙলে’ মানুষই ব্যবস্থা নেবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ বেরোবির ১১ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ অফিস ফাঁকির অভিযোগে ◈ বিমানবন্দরে গ্রেফতার ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ◈ হাহাকার বেড়েই চলছে কলকাতার ‘মিনি বাংলাদেশ’-এ, বন্ধের পথে অনেক হোটেল-রেঁস্তোরা ◈ আওয়ামী লীগ নামে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ ◈ পরিবর্তন হচ্ছে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার সংজ্ঞা, বাদ যাচ্ছে শেখ মুজিবের নাম ◈ সাবেক উপজেলা চেয়ারম্যান  হান্নান অস্ত্রসহ গ্রেফতার  ◈ শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সবাই খালাস

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০১:২১ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রীড়াবিদের শীর্ষ আয়ে রোনালদো, তিন নম্বরে মেসি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: ক্রীড়াবিদের সবার চেয়ে বেশি আয়ে চতুর্থবারের মতো নাম উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত বছর এই পর্তুগিজ তারকা আয় করেছিল ২৬ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৪৭ কোটি টাকার বেশি। ২১.৮ কোটি মার্কিন ডলার আয় করে দ্বিতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ গলফার জন রাম। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি আছেন তিন নম্বরে। তার আয় ১৩.৫ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৮২ কোটি টাকার বেশি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের হালনাগাদ তালিকায় এ সব তথ্য দেওয়া হয়েছে।

ফোর্বস খেলোয়াড়দের আয়ের তালিকাটি করেছে বেতন, বোনাস, স্পনসরসহ সব ধরনের আয়ের হিসাব নিয়ে। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়া রোনালদো বছরে ২০ কোটি মার্কিন ডলারের বেশি বেতন পেয়ে থাকেন। যা ফুটবল ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ। ফোর্বস সিআর সেভেনের মাঠের বাইরের আয় ৬ কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করেছে। -প্রথম আলো

আয়ে দ্বিতীয় স্থানে জন রাম সৌদি আরবের এলআইভি গলফে যোগদানের ঘটনাটি ছিল গলফের অন্যতম আলোচিত। সেখান থেকে রাম ন্যূনতম ৩০ কোটি ডলার পারিশ্রমিক পাবেন বলে সংবাদমাধ্যম জানিয়েছিল।

জাদুকর মেসি মাঠ বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি থেকে বছরে সাড়ে ছয় কোটি মার্কিন ডলার আয় করেন। এ ছাড়া অ্যাডিডাস, অ্যাপলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় আছে আরও ৭ কোটি।

১২.৮২ কোটি মার্কিন ডলার আয় করে চতুর্থ স্থানে আছেন যুক্তরাষ্ট্রের এনবিএ তারকা লেব্রন জেম। পঞ্চম স্থানে থাকা গ্রিক-নাইজেরিয়ান বাস্কেটবল তারকা জিয়ানিস আন্তেতেকুমপোর আয় ১১.১ কোটি ডলার।

আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আয় ১১ কোটি। তার পরেই ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের আয় (১০.৮) ও করিম বেনজেমার আয় ১০.৬ কোটি মার্কিন ডলার। ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় করা শীর্ষ দশ  খেলোয়াড়ের বার্ষিক আয় ১৩৮ কোটি মার্কিন ডলার।

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়