শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১৮ মে, ২০২৪, ০১:২১ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২৪, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রীড়াবিদের শীর্ষ আয়ে রোনালদো, তিন নম্বরে মেসি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: ক্রীড়াবিদের সবার চেয়ে বেশি আয়ে চতুর্থবারের মতো নাম উঠেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত বছর এই পর্তুগিজ তারকা আয় করেছিল ২৬ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৪৭ কোটি টাকার বেশি। ২১.৮ কোটি মার্কিন ডলার আয় করে দ্বিতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ গলফার জন রাম। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি আছেন তিন নম্বরে। তার আয় ১৩.৫ কোটি মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৮২ কোটি টাকার বেশি।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের হালনাগাদ তালিকায় এ সব তথ্য দেওয়া হয়েছে।

ফোর্বস খেলোয়াড়দের আয়ের তালিকাটি করেছে বেতন, বোনাস, স্পনসরসহ সব ধরনের আয়ের হিসাব নিয়ে। ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়া রোনালদো বছরে ২০ কোটি মার্কিন ডলারের বেশি বেতন পেয়ে থাকেন। যা ফুটবল ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ। ফোর্বস সিআর সেভেনের মাঠের বাইরের আয় ৬ কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করেছে। -প্রথম আলো

আয়ে দ্বিতীয় স্থানে জন রাম সৌদি আরবের এলআইভি গলফে যোগদানের ঘটনাটি ছিল গলফের অন্যতম আলোচিত। সেখান থেকে রাম ন্যূনতম ৩০ কোটি ডলার পারিশ্রমিক পাবেন বলে সংবাদমাধ্যম জানিয়েছিল।

জাদুকর মেসি মাঠ বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি থেকে বছরে সাড়ে ছয় কোটি মার্কিন ডলার আয় করেন। এ ছাড়া অ্যাডিডাস, অ্যাপলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির মাধ্যমে আয় আছে আরও ৭ কোটি।

১২.৮২ কোটি মার্কিন ডলার আয় করে চতুর্থ স্থানে আছেন যুক্তরাষ্ট্রের এনবিএ তারকা লেব্রন জেম। পঞ্চম স্থানে থাকা গ্রিক-নাইজেরিয়ান বাস্কেটবল তারকা জিয়ানিস আন্তেতেকুমপোর আয় ১১.১ কোটি ডলার।

আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আয় ১১ কোটি। তার পরেই ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের আয় (১০.৮) ও করিম বেনজেমার আয় ১০.৬ কোটি মার্কিন ডলার। ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় করা শীর্ষ দশ  খেলোয়াড়ের বার্ষিক আয় ১৩৮ কোটি মার্কিন ডলার।

এএফ/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়