শিরোনাম
◈ দেশবাসীর কাছে নির্যাতনের শিকার মাগুরার সেই শিশুটির জন্য সেনাবাহিনীর দোয়া প্রার্থনা ◈ রাখাইনকে সহায়তায় বাংলাদেশকে করিডোর দিতে বলল ফোর্টিফাই রাইটস ◈ গণজাগরণ মঞ্চের সেই লাকির বিষয়ে জবি ক্যাম্পাসে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হল ◈ বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস ও চেয়ারপারসনের উপদেষ্টা ইয়াসিন ◈ অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেলেন সেই শামীমা বেগম ◈ ‘আমাকে থানায় নিতে ওসিকে আসতে হবে’ বলা ছাত্রদল নেতা কারাগারে ◈ শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আ.লীগ নেতা সাক্ষাৎকার দি‌লেন ভার‌তের এএন আই‌কে (ভিডিও) ◈ সুন্দর হজ ব্যবস্থাপনায় সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার : ধর্ম উপদেষ্টা ◈ আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি ◈ পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেন হাইজ্যাক: সব জিম্মি মুক্ত, ২৮ সেনা নিহত

প্রকাশিত : ১৭ মে, ২০২৪, ০৬:১৫ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৪, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোপা’র আগে ইকুয়েডর ও গুয়েতেমালার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে আরও দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এবারের আসরের আয়োজক যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই ম্যাচগুলোয় ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল।

লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরের আগে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলার বিষয়টি আগেই জানা গিয়েছিল। তবে একটি ম্যাচের প্রতিপক্ষ তখনও চূড়ান্ত ছিল না। তবে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির ভেন্যু ও প্রতিপক্ষ নিশ্চিত করে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আগামী ৯ জুন প্রথম প্রীতি ম্যাচে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে ওয়াশিংটন ডিসিতে খেলবে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছে ইকুয়েডর। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এখন পর্যন্ত ছয় ম্যাচ তাদের হার একটিতে। সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে এবং দুটিতে ড্র করেছে তারা। কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ইকুয়েডর দু’দলই নিজ নিজ গ্রুপ থেকে নকআউট পর্বে এগুতে পারলে তারা কোয়ার্টার-ফাইনাল অথবা সেমি-ফাইনালে মুখোমুখি হবে।
আগামী ২০ জুন আটালান্টায় আর্জেন্টিনা-কানাডা ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসরের। নিজেদের দ্বিতীয় ম্যাচে ২৫ জুন নিউ জার্সিতে বিপক্ষে মাঠে নামবে মেসিরা। এরপর ২৯ জুন মায়ামিতে গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়নদের শেষ প্রতিপক্ষ পেরু। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়