শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির ছেলে এক ম্যাচে করলেন ৫ গোল

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার তরুণ প্রতিভাবান প্রায় সব ফুটবলারদের নতুন মেসি বলে উপাধি দেওয়া হয়। যেমন ব্রাজিলের উঠতি তারকা এস্তেভাও উইলিয়ানকে আদর করে মানুষ ডাকতে শুরু করেছে মেসিনিও বা ছোট মেসি বলে। ব্রাজিলের ১৬ বছর বয়সী এই ফুটবলারের খেলার ধরন নাকি একদমই মেসির মতো। তবে এবার আসল ছোট মেসিকেই পেয়ে গেছে ফুটবল বিশ্ব। সেই আসল ছোট মেসি হলেন লিওনেল মেসির মেজ ছেলে মাতেও।

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন বিশ্বকাপজয়ী তারকা। স্বাভাবিকভাবেই তার তিন ছেলে থিয়াগো, মাতেও আর চিরোও মায়ামির বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলছেন। ইন্টার মায়ামির অনূর্ধ্ব-৯ দলের হয়ে খেলা সেই ম্যাচে মাতেও একাই করেছেন ৫ গোল।

সেই ম্যাচে মাতেওর খেলার ভিডিও ছড়িয়েছে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় একদম মেসির মতোই খেলছেন তার ছেলে। মেসির ট্রেডমার্ক ফ্রিকিক থেকেও একটি গোল করেছেন মাতেও। বক্সের বাইরে থেকে বাঁকানো সেই ফ্রিকিকের গোল দেখে মুগ্ধ হবেন যে কেউ।

একটি গোলের পর বাবার বিখ্যাত উদযাপন করেছে মাতেও। গোল করে সে অনেকটা দৌড়ে গিয়ে গ্যালারির দিকে ছুড়ে দিয়েছে উড়ন্ত চুমো। মেসির সঙ্গে মাতেওর অমিল হয়তো একটি, মেসি বাঁ পায়ের খেলোয়াড় আর মাতেও ডান পায়ের। ফ্রিকিকসহ ৫টি গোলই মাতেও করেছে ডান পায়ে। -প্রথম আলো

মেসির ছেলেদের ফুটবল মাঠের কীর্তির জন্য ভাইরাল হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ১১ বছর বয়সী থিয়াগো মাঠে তার ফুটবল দক্ষতা দেখিয়ে ভাইরাল হয়েছে। এ মাসের শুরুর দিকে ইস্টার ইন্টারন্যাশনাল কাপে দুর্দান্ত এক গোল করে মায়ামির অনূর্ধ্ব-১২ দলকে শিরোপা জিতিয়েছে সে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়