শিরোনাম
◈ রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান (ভিডিও) ◈ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ◈ আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন ◈ দুই কুশলের ব্যাটিং তা-বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ পাকিস্তানে ভারত খেলতে না গেলে জয় শাহকে বিকল্প খোঁজার আহ্বান ইসিবির ◈ চাপাতি নিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা, অস্ত্রসহ গ্রেফতার ৩ (ভিডিও) ◈ সংস্কারের ধীর গতি ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, যা বলছেন উপদেষ্টারা ◈ সিনওয়ারের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ ◈ হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ১০:১২ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোর হ্যাটট্রিক, আভার জালে আল নাসরের ৮ গোল 

রোনালদো

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোর বয়স হয়েছে। ৪০ প্রায় ছুঁইছুঁই। এখনো ছুটে চলছেন অদম্য গতিতে। ইউরোপীয় লিগে দাপট দেখানো রোনালদো এবার দেখাচ্ছেন সৌদি প্রো লিগে। আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিকের পরের ম্যাচে গত রাতে আভার বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন রোনালদো। এতে করে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে আল নাসর। গোল ডটকম

মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আভা ক্লাবের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের অর্ধেক সময়েই আভার জালে পাঁচ গোল দেয় আল নাসর। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ তারকা। ফুটবল ক্যারিয়ারে এটি তার ৬৫তম হ্যাটট্রিক। বাকি গোল গুলো করেন আব্দুল আজিজ আল আলিওয়া করেন জোড়া গোল, একটি করে করেন সাদিও মানে, আল সুলাইহিম ও আব্দুলরহমান গারিব।
৬৫তম হ্যাটট্রিক করে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে আরও পেছনে ফেললেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল উভয়ক্ষেত্রেই হ্যাটট্রিকের দিক দিয়ে পিছিয়ে মেসি। ৮ বারের ব্যালন ডি’অরজয়ী মেসি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৭টি হ্যাটট্রিক করেছেন। যার মধ্যে ৪৮টি ক্লাবের হয়ে, বাকি ৯টি আর্জেন্টিনার জার্সি গায়ে। অন্যদিকে রোনালদো পর্তুগালের জার্সি গায়ে করেছেন ১০টি হ্যাটট্রিক। বিভিন্ন ক্লাবের জার্সিতে তিন বা তার অধিক গোল করেছেন ৫৫ বার। চ্যানেল২৪

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আভার বিপক্ষে প্রথমার্ধের পাঁচটি গোলেই অবদান রাখেন রোনালদো। নিজের হ্যাটট্রিক তুলে নেয়া ছাড়াও বাকি দুই গোলে দুর্দান্ত অ্যাসিস্ট করেন পর্তুগিজ মহাতারকা। 

এদিন ম্যাচের ১১তম মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। ম্যাচের ২১তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন ৫ বারের ব্যালন ডি’অরজয়ী। দলের হয়ে তৃতীয় গোলটি করেন সেনেগালিজ তারকা সাদিও মানে। ৩৩ মিনিটে করা তার এই গোলে বলের যোগান দেন রোনালদো। ৪২ মিনিটে দলের চতুর্থ এবং নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। দুই মিনিট পর আল সুলাইহিমের করা গোলেও অ্যাসিস্ট করেন পর্তুগিজ সুপারস্টার।
 
বিরতির পর আরও তিন গোল করে আল নাসর। ম্যাচের ৫১তম মিনিটে দলের লিড আরও বাড়ান আব্দুলরহমান গারিব। এরপর আলআলিওয়া ম্যাচের ৬৩ ও ৮৬তম মিনিটে দলের হয়ে সপ্তম ও অষ্টম গোলটি করেন। এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট সমান ম্যাচে ৭৪।

এলআরবি/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়