শিরোনাম
◈ রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর অভিযান (ভিডিও) ◈ বিপিএলে সিলেট স্ট্রাইকার্স থেকে মাশরাফিকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ◈ আবুধাবি টি-টেন ক্রিকেটে বাংলা টাইগার্সে সাকিবের পর তাওহীদ হৃদয় সুযোগ পেলেন ◈ দুই কুশলের ব্যাটিং তা-বে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতলো শ্রীলঙ্কা ◈ অস্ট্রেলিয়াকে বিদায় করে নারী বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা ◈ পাকিস্তানে ভারত খেলতে না গেলে জয় শাহকে বিকল্প খোঁজার আহ্বান ইসিবির ◈ চাপাতি নিয়ে দুর্ধর্ষ ছিনতাইয়ের লোমহর্ষক বর্ণনা, অস্ত্রসহ গ্রেফতার ৩ (ভিডিও) ◈ সংস্কারের ধীর গতি ও কাজের গুরুত্ব নির্ধারণ নিয়ে সমালোচনা, যা বলছেন উপদেষ্টারা ◈ সিনওয়ারের শেষ মুহূর্তের ভিডিও প্রকাশ ◈ হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর হাতে নিহত

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৭ রাত
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৩, ০৩:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফাইল ছবি

এম.এ. লতিফ : [২] সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করায় আজ হতে এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো। 

[৩] রুহুল কবির রিজভী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
 
[৪] এ মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন— বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাইফুল আলম নীরব, ইসহাক সরকার প্রমুখ।

[৫] আগামী ০৪ জানুয়ারি, ২০২৪ইং মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেন আদালত। আসামি পক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম 'আমাদের সময় ডট কম’কে বিষয়টি এ তথ্য জানান।

[৬] মামলা সূত্রে জানা যায়, ১৭ জানুয়ারি, ২০১৫ইং রাতে মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের কারনে ৬/৭ জন বাসযাত্রী অগ্নিদগ্ধ হন। পরে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা গ্রহণ করেন।  এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মামলাটি তদন্ত করে একই থানার উপ-পরিদর্শক কমল কৃষ্ণ সাহা ২৩ আগস্ট, ২০১৬ইং ৪৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সম্পাদনা: এ আর শাকিল

এমএএল/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়