সালেহ্ বিপ্লব, মনিরুল ইসলাম: [২] জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, জাতীয় পার্টি দলের নেতাদের অবমূল্যায়ন করেছে। এ কারণে তিনি নির্বাচন করবেন না।
[৩] বুধবার রাতে রাজধানীর গুলশানের বাসায় নিজের অনুসারীদের বৈঠক করার পর রওশন এরশাদ এই ঘোষণা দেন। তিনি একটি লিখিত বক্তব্য পাঠ করেন তবে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেননি।
[৪] রওশন এরশাদ বলেন, আমি দেশ ও গণতন্ত্রের স্বার্থে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছি। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম।
[৫] তিনি বলেন, নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক সহযোগিতা করেননি। দলের পরীক্ষিত নেতা-কর্মীদের মনোনয়ন দেওয়া হয়নি। এমন অবস্থায় দলের নেতাদের অবমূল্যায়ন করার কারণে আমার নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।
[৬] বৈঠকে সাদ এরশাদ, রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ, মুখপাত্র কাজী মামুনুর রশিদ, অধ্যাপক দেলোয়ার হোসেন, এম এ গোফরান এমপি, গোলাম সারোয়ার মিলন এবং ইকবাল হোসেন রাজু উপস্থিত ছিলেন।
[৭] এদিকে রওশন এরশাদ ও তার ছেলে সাদ এরশাদকে মনোনয়ন ফরম দিতে বুধবার রাত নয়টা পর্যন্ত দলীয় কার্যালয়ে ছিলেন দলের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তিনি মনোনয়ন নিতে না আসায় তার জন্যে নির্ধারিত ময়মনসিংহ-৪ আসনে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকারকে নমিনেশন দিয়েছে জাপা।
আপনার মতামত লিখুন :