শিরোনাম
◈ খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত, অবরোধের ডাক ◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ গ্রাহকরা টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে দিলেন তালা  ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ ◈ দুইটি হজ প্যাকেজের খরচ এর বিষয় যা জানাগেল ◈ রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না : মির্জা ফখরুল ◈ অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব : ডয়চে ভেলে প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ◈ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবরোধের পাশাপাশি রংপুরে হরতালের ঘোষণা বিএনপির

রাকিবুল ইসলাম, রংপুর: [২] বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৬ষ্ঠ দফার অবরোধের মধ্যেই হরতালের ঘোষণা দিয়েছে রংপুর মহানগর বিএনপি। আগামীকাল বুধবার রংপুর মহানগরে অবরোধের পাশাপাশি হরতাল পালন করবে বিএনপি নেতাকর্মীরা। বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ রংপুরের পাঁচ নেতার সাজার প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে মহানগর বিএনপি।  

[৩] মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু। 

[৪] ভিডিও বার্তায় শহিদুল ইসলাম মিজু বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি রায় দিয়েছেন আদালত। রায়ে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ, যুবদল কর্মী আরিফ হোসেনকে সাজা দেওয়া হয়েছে। সেইসঙ্গে রংপুর মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেপ্তার এবং বাসায় বাসায় পুলিশি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। এর প্রতিবাদে বুধবার রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।

[৫] এদিকে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান ও সরকার পতনের একদফা আন্দোলনের অংশ হিসেবে বিএনপির ডাকা সর্বশেষ ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হয়েছে সোমবার। এক দিনের বিরতি দিয়ে বুধবার থেকে সারাদেশে আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়