সাদেক আলী: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মির্জা ফখরুল হাসপাতালে যান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আমাদেরসময়.কমকে এ কথা জানান।
হাসপাতালে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আছেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
এর আগে, ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি হাসপাতালে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়া লিভার, হৃদযন্ত্র ও কিডনির সমস্যা জটিল অবস্থায় আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আপনার মতামত লিখুন :