শিরোনাম
◈ দুর্বল ব্যাংক বন্ধ হবে কিনা, জানালেন অর্থ উপদেষ্টা ◈ মুরাদের হ্যাটট্রিক, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ড্র ◈ পর্তুগালকে রুখে দিলো ক্রোয়েশিয়া, স্পেনের কষ্টার্জিত জয় ◈ পাকিস্তানের রিজওয়ানের গ্লাভস ও জার্সি সিডনির জাদুঘরে ◈ আয়ারল্যান্ডের বিরুদ্ধে পূর্ণ শক্তির বাংলাদেশ নারী দল ঘোষণা ◈ ক্যান্টনমেন্ট থানা পুলিশ কর্তৃক ছয়টি হ্যান্ড গ্রেনেড, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার ◈ ‘এই দিন দিন না, আরও দিন আছে, সব দিন তো একরকম যায় না’, আদালতে বললেন কামরুল ◈ আ. লীগের কর্মসূচিতে বাধা নিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্ন, যা বলল যুক্তরাষ্ট্র ◈ ভারতে পালানোর সময় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি কিরন  আটক ◈ শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত, নিতে হবে ‘এভসেক আইডি’

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৮২ জন বিশিষ্ট নাগরিকের বিবৃতি, খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেয়ার আহ্বান

শাহানুজ্জামান টিটু: [২] বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক যুক্ত বিবৃতিতে দেশের এই বিশিষ্ট নাগরিকরা বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

[৩] বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন ৭৮ বছর। প্রবীণ বয়সেও তিনি ফরমায়েশি রায়ে বন্দি জীবন কাটাচ্ছেন। সরকারের বিশেষ অনুমতিতে তিনি এখন নিজ বাসভবনে বন্দি জীবন যাপন করছেন। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তিনি অত্যন্ত অসুস্থ। দীর্ঘ ৪ বছর তার যথাযথ কোনো চিকিৎসা হয়নি। কারাগারে অমানবিক পরিবেশেও তিনি অনেক নতুন রোগে আক্রান্ত হয়েছেন। হার্টের সমস্যা, লিভারের সমস্যা, কিডনি ও চোখের সমস্যা ছাড়াও পুরনো আর্থ্রাইটিস এবং কোভিড-১৯ আক্রান্ত হওয়া ও কোভিড পরবর্তী জটিলতায় তার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ।

[৪] তারা বলেন, গত ৯ আগস্ট অসুস্থ হয়ে পড়লে দেশের জননন্দিত এ নেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণের মতো অবস্থানে চলে গেছেন। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভানস সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট প্রয়োজন। তাই আমরা সরকারকে রাজনীতির উর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে তাঁকে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানাই।

[৫] বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রফেসর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, প্রফেসর ড. আফম ইউসুফ হায়দার, এডভোকেট এজে মোহাম্মদ আলী, সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, এডভোকেট জয়নুল আবেদীন, সাংবাদিক রুহুল আমিন গাজী ও প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন  প্রমুখ। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া, সালেহ্ বিপ্লব

এসটি/এসএইচবি/এইচএ/এসবি

  • সর্বশেষ
  • জনপ্রিয়