রিয়াদ হাসান: বিদ্যুতের লোডশেডিং বন্ধ, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে ১২ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি বাম দল ও জোট। এগুলো হচ্ছে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও ঐক্য ন্যাপ।
শুক্রবার (৯ জুন) বিকালে বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য রাজেকুজ্জামান রতন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সূত্র: বাংলা ট্রিবিউন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুতের লোডশেডিং বন্ধ, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা এবং আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ ও জনগণের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার দাবিতে দেশব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বামদলগুলো যুগপৎভাবে কর্মসূচিটি পালন করবে। সম্পাদনা: তারিক আল বান্না
আরএইচ/টিএবি/এনএইচ
আপনার মতামত লিখুন :