শিরোনাম

প্রকাশিত : ২০ মে, ২০২২, ০৪:০৪ দুপুর
আপডেট : ২০ মে, ২০২২, ০৭:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

দেউলিয়া হতে বসেছে সরকার

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

শিমুল মাহমুদ: [২] নাগরিক ঐক্যের সভাপতি বলেছেন, ‘বাংলাদেশে যে পরিমাণ রিজার্ভ আছে, তা দিয়ে মাত্র ৫-৬ মাস বিদেশি ব্যয় মেটানো সম্ভব। এরপর আর ব্যয় মেটাতে পারবে না। তার মানে সরকার দেউলিয়া হতে বসছে।’

[৩] শুক্রবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নাগরিক যুব ঐক্য আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

[৪] মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারি ও আধা সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ করা হয়েছে। কারণ তাদের কাছে বিদেশি ডলার নেই। আপনারা সরকারি কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ করেছেন। কিন্তু মন্ত্রীরা কোনো প্রয়োজন ছাড়া কী পরিমাণ বিদেশ গেছেন, তার হিসেবও করেন। শুধু সরকারি কর্মচারীদের দোষ দিলে লাভ কী হবে।’

[৫] নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘করোনার সময় সরকার আমাদের সান্ত্বনা দিয়েছে, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো আছে। আরও বেশি বেশি টাকা আসছে। যখন বৈদেশিক মুদ্রা কমার কথা তখন আরও বেড়েছে। সরকার মিথ্যা কথা বলেছে।’

[৬] তিনি আরও বলেন, ‘সরকার জিডিপি-রিজার্ভের কথা বলে আমাদের মিথ্যা তথ্য দেয়। দেশে যে পরিমাণ রিজার্ভ আছে, সরকার তা দিয়ে আর মাত্র ৫ থেকে ৬ মাস বিদেশি ব্যয় মিটাতে পারবে। এরপর আর ব্যয় মিটাতে পারবে না। তার মানে সরকার দেউলিয়া হতে বসেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়