শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হলেন তিথি ও নাইম ◈ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ: জানালেন আইন উপদেষ্টা ◈ জাহাঙ্গীরনগরে ‘গণপিটুনিতে’ সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঘিরে রহস্য ◈ তমা মির্জার সঙ্গে সম্পর্ক ফাটলের গুঞ্জন, যা বললেন রাফি (ভিডিও) ◈ ‘মারছে, ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, ভাত খাওয়াইছে : তোফাজ্জলের মামাতো বোন (ভিডিও) ◈ ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ৪ শিক্ষার্থী আটক ◈ শামীম ওসমানের পুরোনো ভিডিওটি ভাইরাল : ‘ফিরব কি না জানি না’ ◈ জাদেজা-অশ্বিনের জুটিতে টেস্টের নিয়ন্ত্রণ হারালো বাংলাদেশ ◈ দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন শেখ হাসিনা, ঘুরতে দেখা গেছে পার্কে : ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট ◈ ফের নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা

প্রকাশিত : ১৬ মে, ২০২২, ০১:০৬ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২২, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে বিভক্ত নেতাকর্মীরা 

বিএনপির সম্মেলনকে ঘিরে বিভক্ত নেতাকর্মীরা 

ঝুমুরী বিশ্বাস : [২] দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় এমনিতেই নাজুক অবস্থা বগুড়া জেলা বিএনপির। জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে কয়েকভাগে বিভক্ত হয়ে পড়েছে নেতাকর্মীরা। এতে সৃষ্টি হচ্ছে নানা সংকটের। কে হচ্ছেন জেলা বিএনপির সভাপতি আর সাধারণ সম্পাদক তা নিয়ে দলের ভিতরে চলছে নানা কানাঘুষা। এসব নানা সংকট নিয়ে বগুড়া বিএনপি সাংগঠনিকভাবে গুছিয়ে উঠতে সম্মেলনমুখি হয়ে পড়েছে দলটি।

[৩] ২০১১ সালে সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশে ২০১৯ সালের ১৫ মে মেয়াদোত্তীর্ণ বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটি ভেঙে দিয়ে বগুড়া-৫ আসনের সাবেক এমপি গোলাম মো. সিরাজকে আহ্বায়ক, ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। জেলা আহ্বায়ক কমিটি তৃণমুল পর্যায়ে কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ২০১৯ সালের ১৬ আগস্ট দলের সব ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটি বিলুপ্ত করে। একই বছরের ৩১ আগস্টের মধ্যে উপজেলা ও পৌর শাখার ২৪টি সাংগাঠনিক থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নেতাকর্মীরা সম্মেলনমুখি হলে দলের আহ্বায়ক কমিটিতে আবারও পরিবর্তন ঘটে। 

[৪] ২০২১ সালের ১৩ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মো. সিরাজের স্থলে আহ্বায়কের দায়িত্ব পান বগুড়া পৌরসভার মেয়র রেজাউলক করিম বাদশা। তার নেতৃত্বে দলের বিভিন্ন সংগঠনে সম্মেলন করার প্রস্তুতি চলছে। বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে ২০০১-২০০৫ সরকারের পাশাপাশি দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বগুড়া থেকে ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচন শুরু করেন।

[৫] সেই সময় এই পদ্ধতিকে কোনো কোনো গণমাধ্যম তারেক মডেল হিসেবে প্রচার শুরু করে। তিনি পরবর্তীতে সারাদেশে দলের তৃণমূলের কমিটি গঠনে ব্যালটের মাধ্যমে বা গোপন ভোটে নেতৃত্ব বাছাই শুরু করলেও ক্ষমতার পরিবর্তনের পর সে পদ্ধতি বন্ধ হয়ে যায়।

[৬] দীর্ঘ প্রায় ১৭ বছর পর বগুড়ায় দলের হাই কমান্ডের নির্দেশে তারেক রহমান মডেলে আবারও দল পূনর্গঠন কর্মসূচি চলছে। তারেক রহমানের নির্দেশিত মডেলে গোপন ব্যালটে ইতোমধ্যে জেলার ১২ উপজেলার শতাধিক ইউনিয়ন কমিটি ১২ পৌর সভার ১২০টি ওয়ার্ডে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে কমিটি গঠন করা হয়েছে।

[৭] একই সাথে চলছে জেলার অধীনস্থ ২৪টি সাংগাঠনিক থানা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন। অর্ধেকের বেশি থানা কমিটির সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে কমিটি গঠন হয়েছে। বাকিগুলো চলতি মে মাসের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরই জেলা সম্মেলনের দিনক্ষণ ঘোষণা করবে দলের হাই কমান্ড। তবে কখন সে সম্মেলন হবে তা স্থানীয় নেতাদের অজানা। নেতাকর্মীদের ধারণা, আগামী জুনের মধ্যে জেলা সম্মেলন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়