নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।
মনিরুল ইসলাম সোহাগ হবিগঞ্জের লাখাই উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি মরহুম আব্দুল মমিন ছেলে। সে পারিবারিক সূত্রেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদশের্র একজন কর্মী। তাকে ছাত্রলীগের সহ-সভাপতি পদে মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মহানগর দক্ষিণের সভাপতি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এনএইচ/এএ
আপনার মতামত লিখুন :