শিরোনাম
◈ ঠাকুরগাঁওয়ে মন্দিরে ১৪৪ ধারা জারি ◈ গ্রাহকরা টাকা না পেয়ে ন্যাশনাল ব্যাংকে দিলেন তালা  ◈ হাসিনার আমলে বাংলাদেশে ঢুকলে ফিরিয়ে দিত, এই সরকার কঠোর আচরণ করছে : ভারতীয় জেলেদের সংবাদ সম্মেলন ◈ ৩৫ প্রত্যাশীরা ফের আন্দোলনে, পুলিশের লাঠিচার্জ-জলকামানে ছত্রভঙ্গ ◈ দুইটি হজ প্যাকেজের খরচ এর বিষয় যা জানাগেল ◈ রাজনীতিবিদ ছাড়া সংস্কার সফল হতে পারে না : মির্জা ফখরুল ◈ অন্তর্বর্তী সরকারে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের প্রভাব : ডয়চে ভেলে প্রতিবেদন ◈ প্রধান উপদেষ্টাকে ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ ◈ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ ◈ দুর্বৃত্তের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৫:৩৭ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের

জি এম কাদের

শাহীন খন্দকার: জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে জি এম কাদের দলীয় কোন দায়িত্ব পালন করতে পারবে না বলে জানিয়েছেন, চেম্বার আদালত। একই সঙ্গে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।

এর আগে গঠনতন্ত্র অনুযায়ি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়।

২৯ নভেম্বর হাইর্কোটের বিচারপতি শেখ আব্দুল আউয়ালের একক বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

এদিকে গত ৪ অক্টোবর জাতীয় পার্টির বহিস্কৃত নেতা এবং দলটির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন।

পরবর্তীতে ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

পরে শেখ সিরাজুল ইসলাম ও কলিম উল্যাহ মজুমদারসহ কয়েকজন আইনজীবি জি এম কাদেরের পক্ষে আবেদন করেন। আবেদনে জিএম কাদেরের ওপর গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চাওয়া হয়।

এসকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়