শিরোনাম
◈ সীমান্তে বিকট শব্দে বিস্ফোরণ, টেকনাফে আতঙ্কে স্থানীয়রা ◈ মাদক সম্পৃক্ততার অভিযোগে অভিনেত্রী টয়ার প্রতিক্রিয়া ◈ আমৃত্যু পুনঃবিনিয়োগ সুবিধা মিলবে সঞ্চয়পত্রে  ◈ বাংলাদেশের জনগণের উদ্দেশে খোলা চিঠি ভারতীয় সুধীজনদের (ভিডিও) ◈ ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার বাংলাদেশ ◈ দুর্নীতির কথিত অভিযোগ নিয়ে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস ◈ আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার: তারেক রহমান ◈ ফিলিস্তিনিরা হেলাফেলার যোগ্য নয়, প্রতিটি ফিলিস্তিনির জীবন গুরুত্বপূর্ণ : ডি-৮ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা  ◈ মুর্শিদাবাদ-মালদহ বাংলাদেশ হয়ে যাবে, পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা অধীর রঞ্জন ◈ আ. লীগের নির্বাচনে আসা নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন বদিউল আলম

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২২, ০৩:০৭ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এই সরকারের অর্থনৈতিক সংকট মোকাবিলা করার সক্ষমতা নাই : কর্নেল অলি

সংবাদ সম্মেলন

শাখাওয়াত মুকুল: নিশি রাতের সরকারের পক্ষে রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকট মোকাবিলা করার সক্ষমতা নাই বলে মন্তব্য করেছেন এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল(অব:) অলি আহমদে বীর বিক্রম।  বৃহস্পতিবার(২৪ নভেম্বরর) দুপুরে রাজধানীর পূর্ব পান্থপথ এলাকায় এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অলি আহমেদ বলেন, শেখ হাসিনা অবৈধ পন্থায় জোর করে ১৪ বছর যাবৎ দেশ শাসন করছেন। আজ আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে, যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকার। তাকে বলবো দয়া করে এখন ক্ষান্ত হন। প্রতিশোধের রাজনীতি চিরদিনের জন্য পরিহার করে যতদ্রুত সম্ভব সৎ, দেশপ্রেমিক, নিষ্ঠাবান ব্যক্তিদের দ্বারা গঠিত একটি জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। এটাই হবে রাজনৈতিক পরিপক্কতা এবং বুদ্ধিমানের কাজ। 

তিনি বলেন, মনে রাখতে হবে দেওয়ালে মাথা ঠুকলে দেওয়াল ফাটে না, ফাটে মাথা। বিনা ভোটে, প্রশাসন দ্বারা নির্বাচিত অবৈধ সরকারের সীমাহীন অদক্ষতা, লাগামহীন দুর্নীতি, মানবাধিকার লংঘন, খুন, গুমসহ সাধারণ মানুষের উপর নির্যাতনের কারণে সরকার ক্রমশ একঘরে হয়ে পড়েছে। 

তিনি বলেন, বিভিন্ন জেলায় বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে হত্যা করেছে। কয়েকশত নতুন মিথ্যা মামলা দায়ের করেছে। হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানী করার জন্য আসামি করা হয়েছে।পুলিশের নির্যাতনের কারণে অনেকে নিজ গৃহে ঘুমাতে পারে না। 

কিছু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী অবৈধভাবে উপার্জিত অর্থ এবং তাদের নিজেরস্বার্থ রক্ষার জন্য, অবৈধ সরকারকে নগ্নভাবে অবৈধকর্মকান্ডে সাহায্য করে যাচ্ছে। সরাসরি জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। যে বা যারা অতীতে জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, তাদের কিন্তু শেষ পরিণতি সুখকর হয়নি। 

কর্নেল অলি আরও বলেন, গত ১২ বৎসর যাবৎ গ্রামীণ অর্থনীতি সচল রাখার জন্য নিশি রাতের সরকার উল্লেখযোগ্য তেমন কোন প্রকল্প হাতে নেয় নাই। বর্তমানে মেগা প্রকল্পের সংখ্যা ২০টি। যা ১৮ কোটি মানুষ এবং দেশের অর্থনীতি ধ্বংসের জন্য দায়ী বলা যায়। 

তিনি বলেনর, বর্তমানে সরকারের ঋণ ১৪০  বিলিয়ন ডলার। যা আগামি ৫ মাস পর থেকে পরিশোধ আরম্ভ হবে। এছাড়াও বিভিন্ন প্রকল্পে উৎপাদন ব্যতীত বিরাট অংকের সুদের টাকা পরিশোধ করতে হবে। দুর্নীতি এবং টাকা পাচারের কারণে সমাজের অবকাঠামো ভেঙ্গে পড়েছে। সচ্ছতা ও জবাবদিহিতা না থাকার কারণে বর্তমান সংকট সৃষ্টি হয়েছে এবং রিজার্ভ দ্রুত কমে যাচ্ছে। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ডক্টর নেয়ামূল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, এ্যাড. এসএম মোর্শেদ, অ্যাডভোকেট খায়রুল কবির পাঠান প্রমুখ ।

এসএম/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়