শিরোনাম
◈ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রস্তাবে মোদি নেতিবাচক প্রতিক্রিয়া দেখাননি: শফিকুল আলম ◈ মার্কিন শুল্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই: খলিলুর রহমান ◈ গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার করতে হবে : সালাউদ্দিন  ◈ প্রধান উপদেষ্টা সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন জানালেন বানিজ্য উপদেষ্টা ◈ বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ হচ্ছে এক যুগ পর ◈ মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি সভা শুরু ◈ রাজধানীতে ঝড়ো হাওয়ার পর স্বস্তির বৃষ্টি ◈ আগামী বছর রোহিঙ্গাদের ফেরত পাঠানো নিয়ে সংশয় ◈ সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : ইশরাক হোসেন ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, আরও বাড়বে: প্রেসসচিব শফিকুল আলম

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২২, ০৩:০৭ দুপুর
আপডেট : ৩০ অক্টোবর, ২০২২, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুরে বিএনপির গণসমাবেশে জনসমুদ্র

শাখাওয়াত মুকুল: গণপরিবহণ বন্ধ ও নানা বাধা উপেক্ষা করেই রংপুরে চলছে বিএনপির গণসমাবেশ। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী যোগ দিয়েছে সমাবেশে। বেলা ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই সমাবেশ শুরু হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিসহ নানা দাবিতে বিভাগীয় সমাবেশ শুরু করে বিএনপি। এরই ধারাবাহিকতায় রংপুরে আজ চতুর্থ বিভাগীয় সমাবেশ।

রংপুর বিভাগের ৮ জেলার ৫৮টি উপজেলা থেকে লক্ষাধীক লোকের সমাগমে জনসমুদ্রে রূপ নিয়েছে বিএনপির এই সমাবেশ। সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের মুখে স্লোগান ছিল খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক রহমানের নামে মামলা প্রত্যাহার কর, করতে হবে। সমাবেশে অংশ নিতে দুই দিন আগে থেকেই রংপুরে জড়ো হতে থাকেন বিএনপি নেতাকর্মীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শৃঙ্খলারক্ষাকারী বাহিনী সদস্যদেও দেখা গেছে সতর্ক অবস্থানে।

বিএনপি নেতারা বলছেন, সমাবেশকে বাধা দিতেই দুই দিন আগে থেকে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক সমিতি। সকল বাধা উপেক্ষা করেই দুই দিন আগে থেকেই গণ সমাবেশে যোগ দিতে রংপুর আসেন নেতা-কর্মীরা। থাকার জায়গা না পাওয়ায় সমাবেশস্থলে রাত কাটান অনেকে। মঞ্চে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. এ জেড জাহিদ হোসেন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয়, রংপুর বিভাগীয় ও জেলা এবং রংপুর নগরের নেতারা। 

এদিকে, রংপুরে বিভাগীয় সমাবেশের মঞ্চে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মানে চেয়ার খালি রেখে সমাবেশ শুরু করে দলটি। আজ শনিবার একটি চেয়ার ফাঁকা রাখা হয়। এর আগে খুলনা ও ময়মনসিংহেরও বিএনপি চেয়ারপারসনের সম্মানের চেয়ার ফাঁকা রাখা হয়।জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি; ভোলা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও যশোরে পাঁচ নেতাকর্মী নিহত এবং সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিটি বিভাগে সমাবেশ করছে বিএনপি। 

এর অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনার পর রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে গণসমাবেশের ডাক দেওয়া হয়। গণসমাবেশের দুদিন আগে বৃহস্পতিবার পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা মোটর মালিক সমিতি। শুক্রবার (২৮ অক্টোবর) ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ ধর্মঘট।

এসএম/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়