মনিরুল ইসলাম: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের জাসাস অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। যৌথ সভায় সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্যবৃন্দ ও ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর জাসাস নেতৃবৃন্দ।
যৌথ সভায় জাসাদের সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করার আহবান জানান হেলাল খান। আগামী পহেলা মে 'র বিএনপির শ্রমিক সমাবেশ সফল করার দিকনির্দেশনা প্রদান করা হয়। বলা হয়, দেশিয় সংস্কৃতি বিকাশে জাসাস সবসময় সোচ্চার ছিলো। আগামীতেও জোরালো ভূমিকা পালন করবে। পহেলা বৈশাখে রমনা পার্কে যেভাবে বৈশাখী আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিনব্যাপী করা হয়েছিলো এই ধরনের আগামী যেকোন জাতীয় অনুষ্ঠানে জাসাস তার আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করবে।