দেশের মানুষের জন্য কেউ যদি কিছু করতে পারে তবে সেটা বিএনপিই পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তাই জনগণের আস্থা আমাদের ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের।
আজ বুধবার বিকেলে রংপুর মহানগর, সৈয়দপুর ও নীলফামারী জেলায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
তারেক রহমান বলেন, বিগত ফ্যাসিস্টদের সকল অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমার ওপর, আমার মায়ের ওপর যে অত্যাচার হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে তার প্রতিশোধ আমি নিতে চাই।
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভালো লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে কাজ করেন। ভালো কাজের লক্ষ্য যদি আপনি নিয়ে থাকেন তবে জনগণ আপনার পক্ষে রায় দেবে। এ জন্য আমাদের কষ্ট ও পরিশ্রম করতে হবে।