শিরোনাম
◈ আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর হাইকোর্টে জামিন ◈ কুয়েট ভিসির অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সংস্কার হচ্ছে, ভাঙচুর নয় ◈ পারভেজ হত্যা: ‘দুই বান্ধবীকে’ খুঁজছে পুলিশ ◈ ট্রান্সশিপমেন্ট বাতিল: এবার নতুন তথ্য দিলেন ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা ◈ সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডিসি নাজমুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এএইচএফ কাপ হ‌কি‌তে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনা‌লে বাংলাদেশ ◈ দোহায় বাংলাদেশের চার নারী ক্রীড়াবিদকে অ‌তি‌থি‌দের স‌ঙ্গে পরিচয় করিয়ে দিলেন ড. ইউনূস ◈ সমালোচনার মুখে ডিএনসিসি প্রশাসকের উপদেষ্টা পদ ছাড়লেন এস্তোনীয় নাগরিক ড. আমিনুল ইসলাম ◈ গুলিস্তানে অবৈধ হকার ও যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান 

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

প্রধান বিচারপতি নিয়োগে বিকল্প প্রক্রিয়ার পক্ষে বিএনপি, ‘জ্যেষ্ঠতম দুই–তিনজন বিচারপতির’ মধ্য থেকে বাছাইয়ের প্রস্তাব

মনিরুল ইসলাম: প্রধান বিচারপতি নিয়োগে অ্যাপিলেট ডিভিশনের সর্বজ্যেষ্ঠ বিচারপতির পরিবর্তে অন্তত দুই থেকে তিনজন জ্যেষ্ঠ বিচারপতির মধ্য থেকে বাছাই করার সুযোগ রাখার প্রস্তাব দিয়েছে বিএনপি।

মঙ্গলবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের মধ্যাহ্ন বিরতিতে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব ছিল যে, অ্যাপিলেট ডিভিশনের সিনিয়র মোস্ট বিচারপতিকে প্রধান বিচারপতি করা হোক। কিন্তু আমরা বলেছি, সেখানে অন্তত একটি বিকল্প থাকা উচিত—জ্যেষ্ঠতম দুই থেকে তিনজনের মধ্য থেকে বাছাইয়ের সুযোগ যেন রাখা হয়।”

বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সালাহউদ্দিন আহমদ। সঙ্গে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আলী রীয়াজ। উপস্থিত ছিলেন বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, বিচারপতি এমদাদুল হক, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সালাহউদ্দিন আহমদ বলেন, “এই প্রস্তাব এখনো গৃহীত হয়নি, তবে আলোচনা চলছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়