শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৩:৪১ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

টানা দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না, একমত বিএনপি : সালাউদ্দিন আহমেদ

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না- এমন প্রস্তাবে বিএনপি একমত নয়। আমরা বিষয়টি উন্মুক্ত রাখতে প্রস্তাব দিয়েছি।

রোববার  বেলা ১১টায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শুরু হয়। দুপুর ২টার দিকে মধ্যাহ্নভোজের বিরতিতে বের হয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মধ্যাহ্ন বিরতির পর আবার বৈঠক চলছে।

টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না  এই বিষয়ে বিএনপি একমত পোষণ করেছে বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তবে এক বছর গ্যাপ দিয়ে আবারও প্রধানমন্ত্রী হতে কোন সমস্যা নেই বলেও অভিমত ব্যক্ত করেছে দলটি।  

এসময় তিনি বলেন, সংস্কার প্রস্তাবের সঙ্গে মত ও দ্বিমতের বিষয়ে , ‘পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত নয় দলটি। এছাড়া এতদিন পরে রাষ্ট্রের নাম পরিবর্তনের কোন যৌক্তিকতা নেই বলেও দাবি করেন সালাউদ্দিন আহমেদ।

এছাড়া সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে বিএনপি একমত হয়েছে জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘ইন্টারনেটকে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করতে একমত বিএনপি। মৌলিক অধিকারে সব না এনে যা নিশ্চিত করার সামর্থ্য রয়েছে, ততটুকু করার আহ্বান জানিয়েছি বলে জানান।

নারীদের জন্য সংসদে ৫০ থেকে ১০০ আসন করায় মত দিয়েছেন জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনার পর এ বিষয়ে তা  বাস্তবায়ন করা হবে তা ঠিক করার কথা আমরা বলেছি।

তিনি বলেন, আমরা আজই আলোচনা শেষ করতে চাই।

সংসদে নারীর আসন ১০০ তে করার বিষয় একমত বিএনপি তবে (পরবর্তী সংসদের পর, অর্থাৎ ত্রয়োদশ সংসদে কিভাবে নারীরা সংসদে প্রতিনিধিত্ব করবেন তা  সংসদে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার পক্ষে বিএনপি।

প্রার্থীর বয়স ২১ নিয়ে এখনোন ঐকমত্যে পৌঁছুয়নি বিএনপি। সরকার প্রধান ও পার্টি প্রধান একই ব্যক্তি এমন বিষয়ে দ্বিমত বিএনপি (এখানে অপশন চায় দল, এই সিদ্ধান্ত রাজনৈতিক দলের কাছে থাকাই অধিকতর গণতন্ত্র চর্চা মনে করে বিএনপি।

লিডার অফ দ্য হাউজ কে হবে তা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিবে, এ বিষয়েও কমিশনের সাথে দ্বিমত বিএনপির। উচ্চকক্ষ ও নিম্নকক্ষ সদস্য সংখ্যা নিয়ে একমত বিএনপি, কিন্তু কোন প্রক্রিয়ায় তারা নির্বাচিত হবে তা নিয়ে আলোচনা চলমান আছে।

নতুন আইন প্রনয়ন করে রাষ্ট্রপতির ক্ষমতা চেক এন্ড ব্যালেন্স করার পরামর্শ দিয়েছে বিএনপি।

এনসিসি বিষয়ে একমত নই, তাহলে প্রধানমন্ত্রীর পক্ষে রাষ্ট্রপরিচালনা দায় হয়ে যাবে কেয়ারটেকার ছাড়া নির্বাচন ফ্রী ফেয়ার হয়না, ডক্ট্রিন অফ নেসেসিটির জন্যই দেশের নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত কেয়ার টেকার রাখা প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়