বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি, পেজ ও গ্রুপ তৈরি করা হয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের পোস্ট, রিলস ও ভিডিও শেয়ার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে—যা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি।
বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, জাইমা রহমান বর্তমানে কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় নন। ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্মে তার নামে ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কোনো আইডি বা পেজ নেই।
দলের পক্ষ থেকে জানানো হয়, এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়মিত রাজনৈতিক বিষয়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও বিভ্রান্তিকর কনটেন্ট পোস্ট করা হচ্ছে, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।
অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকে ‘জাইমা রহমান’, ‘ব্যারিস্টার জাইমা রহমান’, ‘জাইমা রহমান সমর্থক গোষ্ঠী’ প্রভৃতি নামে একাধিক পেজ ও গ্রুপ সক্রিয় রয়েছে। এসব প্ল্যাটফর্মে রাজনৈতিক মন্তব্য থেকে শুরু করে নানা ধরনের আপডেট শেয়ার করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীরাও সক্রিয়ভাবে মত দিচ্ছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, 'জাইমা রহমানের নামে যেসব ফেসবুক আইডি ও পেজ চালু রয়েছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এগুলো তৈরি করা হয়েছে বিভ্রান্তি ছড়ানোর জন্য।'
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরাও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ব্যবহার করে ভুয়া আইডি ও পেজ চালানো এখন ক্রমবর্ধমান সমস্যা। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে জনমত প্রভাবিত করা, গুজব ছড়ানো এবং উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি তৈরি করা হতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।