বিবিসি:মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সাথে বৈঠক করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটির নেতৃত্ব ছিলেন পিটার হাস।
বর্তমানে তিনি মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।
পিটার হাস বিগত বছরগুলোয় বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। বিশেষ করে রাজনীতির অঙ্গনে তাকে নিয়ে আলোচনা ও বিতর্ক ডালপালা মেলেছিল।
নির্বাচন ও রাজনীতি প্রসঙ্গে তার কোনো কোনো বক্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলে অভিহিত করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার।