শিরোনাম

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৫, ০১:৩২ রাত
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি প্রয়োজনে জোট করবে: আখতার হোসেন 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তখনকার মতো করে কর্মসূচি বা আদর্শের যদি মিল থাকে এবং যদি প্রয়োজন হয়, বাংলাদেশের জাতীয় রাজনীতির স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, অন্য কোনো দলের সঙ্গে তাদের জোট হলেও হতে পারে এনসিপি।

বুধবার (২ এপ্রিল) রাতে রংপুরের পীরগাছা বাজারে জনসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

সদস্য সচিব আখতার হোসেন বলেন, সারা দেশে এনসিপি তাদের কর্মপরিধি বিস্তৃতির জন্য কাজ করছেন। সেক্ষেত্রে তারা মনে করেন, সামনে যে জাতীয় নির্বাচন আসছে, সেখানে জাতীয় নাগরিক পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করার সামর্থ্য রাখে।

তিনি আরও বলেন, নির্বাচনের সময় যখন ঘনিয়ে আসবে, দীর্ঘসময় ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন এবং একই সঙ্গে আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ ও দেশের স্বার্থে যাদের সঙ্গে আমাদের মেলবন্ধন ঘটবে, অবশ্যই তাদের সঙ্গে আমাদের জোট হওয়ার বিষয়ে আলাপ-আলোচনা হতে পারে। কিন্তু এখনই এত আগে থেকেই আমরা কোনো দলের সঙ্গে জোট হওয়ার পূর্বানুমান নিয়ে কথা বলতে চাই না।

তিনি বলেন, অন্য যে রাজনৈতিক দলগুলো আছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, সেসব অনেক রাজনৈতিক দলের সঙ্গে আমাদের ফরমালি-ইনফরমালি যোগাযোগ হচ্ছে। আমরা আশাবাদী, ফ্যাসিবাদ বিরোধী যে কোনো পক্ষের সঙ্গে জোট বলেন, সমমনা বলেন, একসঙ্গে ফাংশন করার কথা বলেন বা বাংলাদেশের স্বার্থের প্রশ্নে একসঙ্গে কাজ করার যে জায়গাগুলো আছে, সেগুলোকে আমরা ওপেন করার পক্ষে।

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, এনসিপির পীরগাছা উপজেলার সংগঠক শামীম হোসেন, ফারদিন এহসান মাহিম, সোহেল তানভীরসহ অনেকে। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়