শিরোনাম
◈ ট্রাম্পের শুল্কারোপ: রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ অসহযোগ আন্দোলনের ডাক এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বোর্ড ◈ জুলাই গণহত্যার বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: তাজুল ইসলাম ◈ বিমসটেক সম্মেলন: নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি ◈ খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম ◈ বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু ◈ তরুণদের চাকরিপ্রার্থী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ এবার বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূলরেখা নিজেদের দাবি করল ভারত ◈ বাংলাদেশকে আসিয়ানে কেন যোগ দেওয়া উচিত: দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদন ◈ বাংলাদেশের জন্য বেদনাদায়ক ট্রাম্পের শুল্ক আরোপ: নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ০৮:০৬ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ আনন্দ মুখর হয়ে উঠেছে : প্রিন্স

মনিরুল ইসলাম: বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স আজ  মঙ্গলবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা হালুয়াঘাটে ঈদ উল ফিতর উপলক্ষ্যে ঈদ সংবর্ধনার অয়োজন করেন ।

হালুয়াঘাট পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা পরিশদ ডাক বাংলো চত্বরে অয়োজিত এই অনুষ্ঠানে হলুয়াঘাট পৌর শহর ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, জমায়াত সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠণের নেতৃবৃন্দ , শিক্ষক , আলেম ,ওলামা , ব্যবসায়ী , আইনজীবি , বিভিন্ন শ্রেণী - পেশার সংগঠণের নেতৃবৃন্দ , বীরমুক্তিযোদ্ধা , ছাত্র গণ অভুত্থানে শহিদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি, হিন্দু , খৃষ্টান, গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বেসরকারী ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । 

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত সকলকে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানান । জেলা পরিষদের ডাক বাংলোর সবুজ চত্বরে আলো ঝলমলে পরিবেশে ঈদের গানের মূর্ছনায় ঈদ সংবর্ধনা অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে উঠে ।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স তার বক্তব্যে সকলকে তার অয়োজিত ঈদ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয়ায় আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন , ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের ঈদ আনন্দ মুখর হয়ে উঠেছে । দ্রুত নির্বাচনের মধ্যদিয়ে পূর্ন গণতন্ত্র ফিরিয়ে এনে এই আনন্দকে অর্থবহ ও অনাবিল করতে হবে । তিনি বলেন , আগামী দিনে আরও বৃহৎ পরিবেশে তার পক্ষ থেকে ঈদ আনন্দ অয়োজন করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়